একুশে পদকজয়ী সাবিনাদের বাদ দিয়ে দল ঘোষণা বাফুফের

0
14
একুশে পদকজয়ী নারী ফুটবলারা

টানা দ্বিতীয়বার সাফ শিরোপা ঘরে তোলায় নারী ফুটবলারদের হাতে একুশে পদক উপহার তুলে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর ওসমানী মিলনায়তনে দুপুর সাড়ে ১২টার পর একুশে পদক গ্রহণ করেছেন সাবিনা। এর দুই ঘণ্টা পরই সাফজয়ী ফুটবলার বাদ দিয়ে আরব আমিরাত সফরের দল ঘোষণা করেছে বাফুফে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে আরব আমিরাত সফরের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। আগামী ২৪ ফেব্রুয়ারি আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল।

প্রীতি ম্যাচে দল নির্বাচন ও ঘোষণা নিয়ে কোনো ডেডলাইন সাধারণত থাকে না। রাষ্ট্র যেদিন নারী ফুটবলারদের সম্মানিত করল, ওই দিনই পদকপ্রাপ্তদের বাদ দিয়ে দল ঘোষণা করল বাফুফে। ফেডারেশন চাইলে এই দলটাই আগামীকাল এমনকি ২৪ তারিখও ঘোষণা করতে পারত।

মূলত, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে বৈঠক শেষ কোচের বিরুদ্ধে ১৮ নারী ফুটবলারের বিদ্রোহের সমাপ্ত ঘটে। তবে এই সফরে ছুটিতে থাকতে চান বলে জানান সাফজয়ী ফুটবলাররা।

বাংলাদেশ নারী ফুটবল দলে এখন সবচেয়ে বড় আলোচ্য বিষয় শৃঙ্খলা। কোচ শৃঙ্খলাকে প্রাধান্য দিয়ে বলেন, ‘আমার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়– এই দলে যারা যাচ্ছে তাদের আচরণ ভালো, নির্দেশনা অনুসরণ করে ও গ্রহণযোগ্য পারফরম্যান্স করছে।’

আগামী ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ আরব আমিরাতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ২৬ তারিখের ম্যাচটি ফিফা উইন্ডোতে পড়ায় সেটি ফিফা স্বীকৃত প্রীতি ম্যাচ। ২ মার্চের ম্যাচটি আন্তর্জাতিক স্বীকৃত হলেও উইন্ডোর বাইরে থাকায় ম্যাচের রেটিং কম থাকবে।

আফিদা খন্দকার, ইয়ারজান, মিলি আক্তার, শাহেদা আক্তার রিপা, মুনকি আক্তার, স্বপ্না রাণী, কোহাতি কিসকু, আইরিন খাতুন, অর্পিতা বিশ্বাস, সুরভী আকন্দ প্রীতি, ঐশী সুলতানা, তনিমা বিশ্বাস, মেঘলা রাণী, মারিয়াম বিনতে হান্না, কানন আক্তার, আকলিমা খাতুন, বন্যা খাতুন, সুরমা জান্নাত, হালিমা আক্তার, অয়ন্ত বালা, জয়ন্ত বিবি রিতা ও নাবরিন খাতুন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.