যুক্তরাষ্ট্রে পড়ার জন্য শিক্ষা ঋণ সংক্রান্ত একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষা ঋণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বনানীতে হোটেল সারিনায় এমপাওয়ার ফাইন্যান্সিং ও আরোনা ইন্টারন্যাশনাল এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে যুক্তরাষ্ট্রে পড়ার জন্য আবেদন পদ্ধতি, যোগ্যতার মানদণ্ড ও নানা সুবিধা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ঋণের বিভিন্ন দিক সম্পর্কে যেমন- ফোকাস নো-কোসাইনার ও নো-কোলাটারাল লোন নিয়ে বক্তারা আলোচনা করেন।
সেমিনারে বক্তব্য রাখেন- এমপাওয়ার ফাইন্যান্সিংয়ের গ্লোবাল বিজনেস ডেভেলপমেন্টের প্রধান জেনিফার আর হোয়াইট, এমপাওয়ার ফাইন্যান্সিংয়ের মার্কেটিং সহকারী ভাইস প্রেসিডেন্ট ডানকান মস, গ্লোবাল বিজনেস ডেভেলপমেন্টের প্রধান সুপ্রিয় চৌধুরী ও অরোনা ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও সিইও ওমর ইয়াসির মল্লিক।
এমপাওয়ার ফাইন্যান্সিং গ্লোবাল বিজনেসের প্রধান হোয়াইট বলেন, আরোনা ইন্টারন্যাশনালকে সঙ্গে নিয়ে এমন একটি সেমিনার করতে পেরে আমরা অনেক আনন্দিত। যেখানে সব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে পেরেছি।
তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো শিক্ষা ঋণের আর্থিক বাধাগুলো ভেঙে ফেলা এবং শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ করা জন্য তাদের আর্থিকভাবে সচল করা।
সেমিনারে উপস্থিত ছিলেন- ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ড্যাফোডিল, ব্র্যাক ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।