ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ-বদলি হবে উপদেষ্টা কমিটির পরামর্শে

0
10
রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলা
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি গ্রামে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। বিমান হামলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর ইরাবিত
 
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বিমান হামলায় কমপক্ষে ২০ জন বাসিন্দা আহত হয়েছে। এর উত্তর, দক্ষিণ এবং কেন্দ্রীয় ওয়ার্ডে এবং প্রধান বাজারের কাছাকাছি প্রায় ৫০০ বাড়ি ধ্বংস হয়েছে। নিহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক বাসিন্দা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
 
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিমান থেকে বোমা হামলার ফলে অগ্নিকুণ্ড দ্রুত পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। এতে শত শত বাড়িঘর পুড়ে গেছে। এছাড়া আরাকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর সংঘর্ষের ফলে পার্শ্ববর্তী এলাকা টাউনগুপ থেকে অনেক মানুষ হামলার হাত থেকে বাঁচতে কিয়ুকনিমাও অঞ্চলে আশ্রয় নিয়েছেন।
 
রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) রাজ্যটির নিয়ন্ত্রণের লক্ষ্যে দীর্ঘদিন ধরে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। গত বছর এই রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলের দখল নেয় আরাকান আর্মি। ইতোমধ্যে রাখাইনের রাজধানী সিত্তের সঙ্গে রাজ্যের অন্যান্য অঞ্চলকে বিচ্ছিন্ন করে ফেলেছে এই বিদ্রোহী গোষ্ঠী।
 
মিয়ানমারে ২০২১ সালে সেনাবাহিনীর অভ্যুত্থানে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন বেসামরিক সরকারের পতন ঘটে। এরপর থেকে দেশজুড়ে জান্তা-বিরোধী ব্যাপক সশস্ত্র বিদ্রোহের শুরু হয়। রক্তাক্ত এই বিদ্রোহের কেন্দ্রে রয়েছে রাখাইনের সংঘাত।
 
এদিকে, আরাকান আর্মির মুখপাত্র খাইং থু খা এএফপিকে বলেছেন, বুধবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে রাখাইনের রামরি দ্বীপের কিয়াউক নি মাউ শহরে সেনাবাহিনীর বিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে। এতে ওই এলাকায় ধরে যাওয়া আগুনে ৫ শতাধিক বাড়িঘর পুড়ে গেছে।
 
‘‘প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনীর হামলায় ৪০ বেসামরিক নিহত ও ২০ জন আহত হয়েছেন,’’ জানিয়েছেন তিনি। স্থানীয় উদ্ধারকারী দলের একজন সদস্য এএফপিকে বলেছেন, জান্তাবাহিনীর হামলায় ৪১ জন নিহত ও ৫২ জন আহত হয়েছেন।
 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.