উড়ে উড়ে ইংলিশ চ্যানেল পাড়ি

0
773
ফরাসি উদ্ভাবক ফ্র্যাঙ্কি জাপাতা

জেট ইঞ্জিনচালিত হোভারবোর্ডে রোববার প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেন ফরাসি উদ্ভাবক ফ্র্যাঙ্কি জাপাতা।

ফ্রান্সের সনগাত থেকে উড্ডয়নের পর ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে ২০ মিনিটে ৩৫ কিলোমিটার পাড়ি দিয়ে যুক্তরাজ্যের সেন্ট মার্গারেট বে অবতরণ করেন। গত মাসেও একই চেষ্টায় ব্যর্থ হলেও এবার সমুদ্রপৃষ্ঠের ১৫ থেকে ২০ মিটার উঁচু দিয়ে নির্বিঘ্নে উড়ে যান জাপাতা।

দীর্ঘদিন ধরেই হোভারবোর্ড নিয়ে কাজ করছেন জাপাতা। এ যন্ত্রের নাম দিয়েছেন ‘ফ্লাইবোর্ড’, যা একজন মানুষের শরীরে সঙ্গে যুক্ত করে কম দূরত্বে সহজে উড়িয়ে নিয়ে যেতে পারে।

গত ১৪ জুলাই প্যারিসে বাস্তিল দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে উদ্ভাবক ও সাবেক জেট-স্কি চ্যাম্পিয়ন জাপাতা উড়ুক্কু ‘হোভারবোর্ড’ চালিয়ে সবার দৃষ্টি কাড়েন।

প্রদর্শনীর পরে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে, হোভারবোর্ড নিয়ে এক সৈনিক আকাশে উড়ছেন। ভিডিওয়ের নিচে তিনি লিখেছেন, ‘আমাদের সেনাবাহিনীর জন্য আমরা গর্বিত। তারা আধুনিক ও সৃষ্টিশীল।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.