টাবু ৫২-তেও যেভাবে তারুণ্যে ভরপুর

0
141
আরামদায়ক ঘুম টাবুর সৌন্দর্যের একটি রহস্য, ছবি : সংগৃহীত

বয়স যে শুধুই একটি সংখ্যা, আবার তা মনে করিয়ে দিলেন বলিউড অভিনেত্রী টাবু। নিজের অভিনয়দক্ষতায় বরাবরই দর্শকের মন জয় করে এসেছেন তিনি। তাঁর ব্যক্তিত্ব আর সৌন্দর্যও অনেককে অবাক করেছে। মেকআপ ছাড়াও বেশ আকর্ষণীয় টাবু। ৫২-তে এসেও নিজেকে কী করে তারুণ্যে ভরপুর রেখেছেন এই অভিনেত্রী? সেই রহস্যই জানালেন ‘চাঁদনি বার’ খ্যাত টাবু।

মেকআপ ছাড়াও বেশ আকর্ষণীয় টাবু
মেকআপ ছাড়াও বেশ আকর্ষণীয় টাবু, ছবি : সংগৃহীত

হাইড্রেটেড থাকা

সারা দিন প্রচুর পানি পান, নিয়মিত ব্যায়াম ও জীবন নিয়ে ইতিবাচক চিন্তা—মায়ের এ উপদেশগুলো কখনই ভোলেন না টাবু।

তারুণ্য ধরে রাখতে যত্নের কোনো বিকল্প নেই
তারুণ্য ধরে রাখতে যত্নের কোনো বিকল্প নেইছবি : সংগৃহীত

প্রকৃতিগত সৌন্দর্য

কৃত্রিম নয়, প্রকৃতিপ্রদত্ত সৌন্দর্যই আসল সৌন্দর্য মনে করেন টাবু। তবে অবশ্যই একে ধরে রাখতে যত্নের কোনো বিকল্প নেই, জানান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই গুণী শিল্পী।

৫২-তে এসেও নিজেকে তারুণ্যে ভরপুর রেখেছেন টাবু, ছবি : সংগৃহীত

ঘরে তৈরি স্ক্রাব

টাবুর ত্বক খুব সংবেদনশীল বলে তিনি ঘরেই স্ক্রাব তৈরি করে নেন। গোসলের আগে ব্যবহার করেন লবণ ও পেট্রোলিয়াম জেলি দিয়ে তৈরি বডি স্ক্রাব, যা মৃত কোষ অপসারণের পাশাপাশি ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

রাতের ঘুম

রাতে পর্যাপ্ত ও আরামদায়ক ঘুম টাবুর সৌন্দর্যের একটি রহস্য বলে জানান তিনি।

কাজল, লিপ গ্লস, পছন্দের সুগন্ধি, লিপস্টিক টাবুর পছন্দ, ছবি : সংগৃহীত

টাবুর ব্যাগে যা থাকে

টাবু বাড়ি থেকে বের হওয়ার সময় সঙ্গে কাজল, লিপ গ্লস, পছন্দের সুগন্ধি, লাল লিপস্টিক আর একটি ছোট জারে পেট্রোলিয়াম জেলি নিতে কখনই ভোলেন না।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.