সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম এই উদ্বোধনী ঘোষনা দেন।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুব হাসান, উল্লাপাড়া পুলিশ সার্কেলের এএসপি গোলাম রহমান, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, উল্লাপাড়ার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজসহ মোট ৪১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। এসব কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও অবদানের নানা চিত্র তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়েছে। সংরক্ষণ করা হয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক বেশ কিছু বই। আর এগুলো বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে সহায়ক হবে।