উত্তেজনা নেই ঈদের সিনেমায়

0
547
মনের মতো মানুষ পাইলাম না ছবিতে শাকিব খান ও বুবলী ও বেপরোয়া ছবিতে ববি ও রোশান

ঈদের বাকি আর মাত্র দুই সপ্তাহ। এখনো চূড়ান্ত হয়নি ঈদের সিনেমা। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিনের মতে, ‘মাত্র একটি ছবি মুক্তির ব্যাপারে আমি শুনেছি। এর বাইরে আর কোন ছবি মুক্তি পেতে যাচ্ছে, তা নিশ্চিত হতে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।’ তবে প্রদর্শক সমিতির কাছে চূড়ান্ত হিসাব না থাকলেও পরিচালক এবং অভিনয়শিল্পীদের সঙ্গে কথা বলে কয়েকটি ঈদের ছবির ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এসব ছবির নায়ক-নায়িকা ও পরিচালকেরা নিজেদের ফেসবুক পেজে প্রচারণা চালিয়ে গেলেও ঈদের সিনেমা ঘিরে খুব একটা উত্তেজনা নেই।

একটা সময় সারা বছর চলচ্চিত্র ব্যবসা চাঙা থাকলেও বেশ কয়েক বছর ধরে বছরের দুই ঈদই ভরসা। দেশের প্রেক্ষাগৃহের মালিক ও চলচ্চিত্র ব্যবসায়ীদের তাকিয়ে থাকতে হয় ঈদের সময়টায়। তাই তো বড় বাজেটে ছবি নির্মাণে মনোযোগী হয়ে থাকেন প্রযোজকেরা।

গতকাল রোববার দুপুর পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি এবং পরিচালক ও প্রযোজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদে মুক্তির মিছিলে থাকা ছবি জাকির হোসেন রাজুর মনের মতো মানুষ পাইলাম না এবং রাজা চন্দের বেপরোয়া। দ্বিধাদ্বন্দ্বে আছে অনন্য মামুনের বন্ধন ছবিটি। রাজু আলীমের ভালোবাসার রাজকন্যা ছবিটি ঈদে টেলিভিশনে মুক্তি পাবে। পরের সপ্তাহে ঢাকার কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানালেন পরিচালক।

এবারের ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল শাকিব খান অভিনীত শাহেনশাহ ছবিটিও। জানা গেছে, মনের মতো মানুষ পাইলাম না ছবির প্রযোজকের সঙ্গে সমঝোতায় গিয়ে ঈদের পর এই ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘তুলনামূলকভাবে রোজার ঈদের চেয়ে কোরবানির ঈদে সিনেমার মুক্তির ক্ষেত্রে উত্তাপ কম থাকে। এখন তো ছবিই কম, তাই উত্তাপ–উত্তেজনাও সেভাবে নেই।’

মনের মতো মানুষ পাইলাম না দেশ বাংলা মাল্টিমিডিয়া প্রযোজিত প্রথম সিনেমা। প্রতিষ্ঠানটির অন্যতম কর্ণধার এনামুল আরমান জানান, দুই কোটি টাকার বাজেটে ছবিটি বানিয়েছেন তাঁরা। সারা দেশের ১৭০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার চিন্তা আছে বলে জানান। তিনি বলেন, ‘আমরা রাজনীতির মানুষ। দায়িত্ববোধ থেকে ছবি প্রযোজনায় এসেছি। কোনো ধরনের ব্যবসায়িক লাভের চিন্তা নয়, লগ্নি ফেরত পেলেই আমরা খুশি। আমাদের পৃষ্ঠপোষকতায় চলচ্চিত্রের সেই গৌরব ফিরিয়ে আনতে চাই। সবাইকে নিয়ে আবার চাঙা করতে চাই চলচ্চিত্রশিল্প।’

মনের মতো মানুষ পাইলাম না ছবির প্রধান নায়ক শাকিব খান। অনেক বছর পর পরিচালক জাকির হোসেন রাজুর সঙ্গে কাজ করলেন শাকিব। তিনি বলেন, ‘আমি শুধু এটুকুই বলব, ছবিটি ব্যবসায়িকভাবে সফলতা পাওয়ার পাশাপাশি সম্মানও বয়ে আনবে।’ এই ছবির মধ্য দিয়ে পরিচালক জাকির হোসেন রাজুর সঙ্গে প্রথম কাজ করলেন বুবলী।

কয়েকবার মুক্তির তারিখ পেছানোর পর অবশেষে এবার বেপরোয়া ছবিটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আলিমুল্লাহ খোকন বলেন, ‘অন্য প্রযোজকদের প্রতি ভালোবাসা দেখাতে গিয়েই এমনটা করতে হয়েছে। চ্যালেঞ্জ করে বলতে চাই, গত এক বছরে এ ধরনের কোনো ছবি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।’

আলিমুল্লাহ খোকন জানান, বেপরোয়া প্রথম সপ্তাহে ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা তাঁদের। দ্বিতীয় সপ্তাহে ছবিটির প্রেক্ষাগৃহ দ্বিগুণ হবে বলেও জানালেন তিনি। বললেন, ‘এই ছবির গল্প ভালো, নির্মাণও ভালো হয়েছে, তাই ছবিটি দর্শকেরা আগ্রহ নিয়ে দেখবেন। তবে শাকিব খানের একটা বড় বাজার আছে, সে কারণে পর্দায় একটা প্রতিযোগিতা হবে। সারা দেশে ৩১২টি প্রেক্ষাগৃহ আছে, কয়েকটি ছবি মুক্তি পেলে প্রতিযোগিতা হবে।’

ঈদের মতো বড় উৎসবে বেপরোয়া ছবিটি মুক্তি পাওয়ায় উচ্ছ্বসিত চিত্রনায়ক রোশান। তিনি বলেন, ‘দীর্ঘদিনের অপেক্ষার অবসান হচ্ছে। আমার অভিনীত এই ছবিটি বড় বাজেটে তৈরি এবং ৯৫ ভাগ শুটিং দেশের বাইরে করেছি।’

শাকিব খানের সঙ্গে একই সময়ে ছবি মুক্তি পাওয়াকে চ্যালেঞ্জ মনে করছেন রোশান। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতেও প্রস্তুত বলে জানান তিনি। বললেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে সিনেমা মুক্তি পাওয়াটা নিঃসন্দেহে চ্যালেঞ্জ, তবে আমার বিশ্বাস, দর্শক যদি প্রেক্ষাগৃহে যান, আমার ছবিটি পছন্দ করবেন।’

ভালোবাসার রাজকন্যা ছবিতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ ও শিপন মিত্র। আর বন্ধন ছবিতে একসঙ্গে তিনটি জুটিকে দেখা যাবে। স্পর্শিয়ার বিপরীতে সাঞ্জু জন, শিপনের বিপরীতে এমি এবং তানভীরের বিপরীতে কলকাতার মৌমিতা। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.