নতুন এক পৃথিবীতে ফারিণ

0
118
তাসনিয়া ফারিণ

অভিনয়ের পাশাপাশি গাইতেও পারেন ফারিণ। মাঝেমাধ্যে ফেসবুকে গান গেয়ে পোস্ট করেন। তবে মঞ্চে কখনো গাওয়া হয়নি। ফারিণ জানালেন, আজ সন্ধ্যার পর ছবির গান প্রকাশ অনুষ্ঠানে প্রথমবার গাইবেন। ‘ছবির “যতটা জীবন দুটো হাতে ধরে” গানটি আমার খুব প্রিয়। অনুষ্ঠানের মঞ্চে গানটি সরাসরি গাইব। একদিন মিউজিকের সঙ্গে গানটির অনুশীলনও করেছি। তারপরও ভয় পাচ্ছি, কী জানি কী হয়।’

প্রসেনজিতের সঙ্গে ফারিণ

প্রসেনজিতের সঙ্গে ফারিণ
বুম্বাদা আমাকে বলেন, “ফারিণ, তোমার অভিনয় ভালো, ধরে রেখো।” আমি এতটুকু মানুষ, তাঁর প্রশংসা আমার জন্য সৌভাগ্যের

টিমের সঙ্গে কলেজ, বিশ্ববিদ্যালয়, টেলিভিশন চ্যানেল, গণমাধ্যম কার্যালয়সহ বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছেন ফারিণ। সব জায়গাতেই দারুণ সাড়া পাচ্ছেন বলে জানালেন তিনি, ‘মনে হচ্ছে যেন সবাই আমাকে আগে থেকেই চেনেন। ওটিটিতে আমার কাজগুলো এখানকার দর্শকেরা দেখার সুবাদে প্রচারে বাড়তি সুবিধা পাচ্ছি। তাই প্রশ্নোত্তর পর্ব খুব উপভোগ করতে পারছি।’

কয়েক দিন আগে প্রচারে গিয়ে কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিতের সঙ্গে দেখা হয়েছিল। ওই ঘটনা নিয়ে ফারিণ বললেন, ‘আমাকে দেখেই চিনে ফেলেন। ওটিটিতে আমার কাজ দেখেছেন। বুম্বাদা আমাকে বলেন, “ফারিণ, তোমার অভিনয় ভালো, ধরে রেখো।” আমি এতটুকু মানুষ, তাঁর প্রশংসা আমার জন্য সৌভাগ্যের।’

‘আরও এক পৃথিবী’র প্রচারে কলকাতায় আছেন ফারিণ। এক অনুষ্ঠানে (বাঁ থেকে) কৌশিক গাঙ্গুলি, প্রসেনজিৎ, ফারিণ ও পরিচালক অতনু ঘোষ

‘আরও এক পৃথিবী’র প্রচারে কলকাতায় আছেন ফারিণ। এক অনুষ্ঠানে (বাঁ থেকে) কৌশিক গাঙ্গুলি, প্রসেনজিৎ, ফারিণ ও পরিচালক অতনু ঘোষ
ছবি : তাসনিয়া ফারিণের সৌজন্য
আমন্ত্রিত অতিথিসহ ছবিসংশ্লিষ্ট সবাই মিলে গত ২৮ জানুয়ারি কলকাতার নন্দনে ছবিটি দেখেছি। আমার কাছে অসাধারণ মনে হয়েছে। আশা করছি দর্শকদের কাছেও ছবিটি ভালো লাগবে

ভারতের অন্য শহরের মতো কলকাতাতেও এখন বইছে ‘পাঠান’ঝড়। এই উন্মাদনায় ফারিণও শামিল হয়েছেন। ২৬ জানুয়ারি সাউথ সিটির আইনক্সে ছবিটি দেখেছেন, ‘আগে বড় পর্দায় শাহরুখ খানের ছবি কোনো দিন দেখা হয়নি। তাই খুব ইচ্ছা ছিল। ২৫ তারিখে টিকিট পাইনি। ২৬ তারিখে সকাল ৯টার শো দেখেছি। দেখতে বসে শুধুই শাহরুখের দিকেই নজর ছিল। আসলেই এই ছবি দিয়ে “কিং ইজ ব্যাক”। দেখছিলাম আর ভাবছিলাম, একজন মানুষের মধ্যে কী জাদু আছে, চার বছর পর ফিরে দর্শকদের মুগ্ধ করে চলেছেন!’

‘আরও এক পৃথিবী’তে
ফারিণ

‘আরও এক পৃথিবী’তে ফারিণ

এই ‘পাঠান’ উন্মাদনার অন্য একটা দিকও আছে। যশ রাজের হিন্দি ছবিটির কারণে কলকাতার বাংলা সিনেমা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমন মন্তব্য করেছেন টালিগঞ্জের অনেক নির্মাতা, অভিনয়শিল্পী, প্রযোজক। এই পরিস্থিতিতে ফারিণের ছবিতেও কী প্রভাব পড়বে না? এমন প্রশ্নের উত্তরে ফারিণ বলেন, ‘কিছুটা পড়তেই পারে। কিন্তু পশ্চিমবঙ্গজুড়েই অতনু দাদার সিনেমার একটা দর্শক আছে। তাঁরা নিশ্চয়ই ছবিটি মিস করবেন না। বাংলাভাষীরা যে সিনেমাটি দেখতে হলমুখী হবেন, সেটি প্রচারে গিয়ে টের পাচ্ছি। তবে অনেক সময় সিনেমার ব্যবসা ভাগ্যের ওপরও নির্ভর করে। যেকোনো পরিস্থিতি মেনে নেওয়ার জন্য আমরা  প্রস্তুত।’

‘আরও এক পৃথিবী’র এই স্থিরচিত্রে ফারিণকে দেখা গেছে কনে সাজে

‘আরও এক পৃথিবী’র এই স্থিরচিত্রে ফারিণকে দেখা গেছে কনে সাজে
ছবি : ফেসবুক

মুক্তির আগেই তাঁর প্রথম সিনেমা দেখার সুযোগ ফারিণের হয়েছে। দেখার পর ছবিটি নিয়ে প্রত্যাশা যেমন বেড়েছে, তাঁর নিজের কাজের প্রতিও আস্থা বেড়েছে, জানালেন ফারিণ। বলেন, ‘আমন্ত্রিত অতিথিসহ ছবিসংশ্লিষ্ট সবাই মিলে গত ২৮ জানুয়ারি কলকাতার নন্দনে ছবিটি দেখেছি। আমার কাছে অসাধারণ মনে হয়েছে। আশা করছি দর্শকদের কাছেও ছবিটি ভালো লাগবে।’
‘আরও এক পৃথিবী’ মুক্তির পর আগামী ৬ ফেব্রুয়ারি ফারিণের দেশে ফেরার কথা আছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.