ঈদে স্টিমারের বিশেষ সার্ভিস শুরু ৮ আগস্ট

0
775
বিআইডব্লিউটিসি বিশেষ স্টিমার সার্ভিস শুরু করবে ৮ আগস্ট।

ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রীয় নৌযান সংস্থা বিআইডব্লিউটিসি বিশেষ স্টিমার সার্ভিস শুরু করবে ৮ আগস্ট। স্টিমারগুলো ঢাকা থেকে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের হুলারহাট হয়ে বাগেরহাটের মোরেলগঞ্জ পর্যন্ত চলবে।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, এ সংস্থার পাঁচটি স্টিমার যথাক্রমে এমভি মধুমতি, এমভি বাঙ্গালী, পিএস মাহসুদ, পিএস লেপচা ও পিএস টার্ন ঈদের বিশেষ সার্ভিসে যাত্রী পরিবহন করবে।

৮ আগস্ট থেকে প্রতিদিন একটি করে স্টিমার ঢাকা থেকে বাগেরহাটের মোরেলগঞ্জ পর্যন্ত চলবে। ১০ আগস্ট ঢাকা থেকে ছাড়বে দুটি স্টিমার। সেগুলো হলো- পিএস মাহসুদ ও পিএস লেপচা। পরের দিন পিএস মাহসুদ মোরেলগঞ্জ পর্যন্ত ও পিএস লেপচা বড় মাছুয়া পর্যন্ত যাত্রী নিয়ে যাবে। সেখান থেকে ফিরে লেপচা বরিশাল নৌবন্দরে অবস্থান করবে। ঈদের পর ১৬ আগস্ট বরিশাল থেকে ঢাকায় রওনা করবে এমভি বাঙ্গালী ও পিএস লেপচা।

বিআইডব্লিউটিসির বরিশালের উপমহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ জানান, ঈদের বিশেষ সার্ভিস নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংস্থার পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে স্টিমারের সিডিউলও ঘোষণা করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.