ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রীয় নৌযান সংস্থা বিআইডব্লিউটিসি বিশেষ স্টিমার সার্ভিস শুরু করবে ৮ আগস্ট। স্টিমারগুলো ঢাকা থেকে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের হুলারহাট হয়ে বাগেরহাটের মোরেলগঞ্জ পর্যন্ত চলবে।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, এ সংস্থার পাঁচটি স্টিমার যথাক্রমে এমভি মধুমতি, এমভি বাঙ্গালী, পিএস মাহসুদ, পিএস লেপচা ও পিএস টার্ন ঈদের বিশেষ সার্ভিসে যাত্রী পরিবহন করবে।
৮ আগস্ট থেকে প্রতিদিন একটি করে স্টিমার ঢাকা থেকে বাগেরহাটের মোরেলগঞ্জ পর্যন্ত চলবে। ১০ আগস্ট ঢাকা থেকে ছাড়বে দুটি স্টিমার। সেগুলো হলো- পিএস মাহসুদ ও পিএস লেপচা। পরের দিন পিএস মাহসুদ মোরেলগঞ্জ পর্যন্ত ও পিএস লেপচা বড় মাছুয়া পর্যন্ত যাত্রী নিয়ে যাবে। সেখান থেকে ফিরে লেপচা বরিশাল নৌবন্দরে অবস্থান করবে। ঈদের পর ১৬ আগস্ট বরিশাল থেকে ঢাকায় রওনা করবে এমভি বাঙ্গালী ও পিএস লেপচা।
বিআইডব্লিউটিসির বরিশালের উপমহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ জানান, ঈদের বিশেষ সার্ভিস নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংস্থার পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে স্টিমারের সিডিউলও ঘোষণা করা হয়েছে।