ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যা করতে বললেন আইজিপি

0
166
আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

ঈদুল ফিতরের ছুটি শুরু হয়েছে আজ বুধবার থেকে। অনেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে এসে রাজধানীতে থাকেন কাজের প্রয়োজনে। তারা ঈদুল ফিতরের ছুটিতে ঢাকা ছেড়ে বাড়িতে যাওয়ার আগে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বুধবার দুপুর ১টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালে সংবাদ সম্মেলনে তিনি অনুরোধ করেন, ঢাকা ছেড়ে যাওয়ার আগে বাসিন্দারা যেন তাদের নগদ অর্থ, গহনা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র সঙ্গে নিয়ে যান বা তাদের আত্মীয়দের কাছে রেখে যান।

তিনি বলেন, ‘ঈদের ছুটিতে সবাই গ্রামে চলে গেলে ঢাকা ফাঁকা হয়ে যাবে। এ সময় ফাঁকা বাসায় নগদ টাকা, স্বর্ণালংকার রেখে যান; এসব নিকট আত্নীয়ের বাসায় অথবা সম্ভব হলে নিজের সঙ্গে নিয়ে যাওয়া ভালো।’

তিনি আরও বলেন, ঈদে বিপুল সংখ্যক নগরবাসী গ্রামে চলে গেলে রাজধানীর অনেক এলাকা চুরির ঝুঁকিতে পড়ার সম্ভাবনা থাকে।

বাড়ি যাওয়ার পথে অপরিচিত যাত্রী বা সহযাত্রীদের দেওয়া খাবার না খাওয়ারও পরামর্শ দেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.