ঈদ আয়োজন জমকালো করে তুলতে শিল্পীদের পাশাপাশি নেপথ্যের মানুষের অবদান কোনো অংশেই কম নয়। তাঁদের সৃষ্টি দর্শক-শ্রোতার মনে ছাপ ফেলার পরও আলোচনা হয় শুধু শিল্পীদের নিয়ে। আড়ালেই থেকে যায় পেছনের মানুষের অবদানের কথা। ঈদে মুক্তি প্রতিক্ষিত যে পাঁচ সিনেমা নিয়ে আলোচনা শুরু হয়েছে সেই পাঁচ সিনেমার নেপথ্যে রয়েছে পাঁচ নির্মাতা। তারা হচ্ছেন হিমেল আশরাফ, চয়নিকা চৌধুরী, রায়হান রাফি, সৈককত নাসির ও বন্ধন বিশ্বাস।
মাস দেড়েক আগে ঘোষণা দিয়ে প্রিয়তমা ছবির শুটিংয়ে নামেন পরিচালক হিমেল আশরাফ। সেই থেকেই শুরু আলোচনা। এখন হিমেল আশরাফের প্রিয়তমা হয়ে উঠেছে টক অব দ্য কান্ট্রি। এই চিত্র নির্মাতা ‘প্রিয়তমা’ সিনেমা নির্মাণে একদিকে যেমন শাকিব খানকে নিয়ে নিরীক্ষা চালিয়েছেন, তেমনি চেষ্টা করেছেন সময়ের চেয়ে এক ধাপ এগিয়ে থাকতে। ছবির প্রথম ঝলক থেকে শুরু করে পোস্টারেও তার প্রমাণ রাখার চেষ্টা করেছেন; যা নিয়ে নেটদুনিয়ায় চলছে প্রশংসা আর আলোচনার ঝড়। এই নির্মাতার কথায়, “অনেক প্রতিবন্ধকতার পরও সিনেমা নির্মাণে আমরা যে পিছিয়ে নেই, তার উদাহরণ হতে পারে ‘প্রিয়তমা’। এখন শুধু তা প্রমাণের অপেক্ষা। আমি সাধ্যমত আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। বাকিটা দর্শকরাই বলবেন।’
ঈদের মুক্তির মিছিলে থাকা ’প্রহেলিকা’ ছবির নির্মাতা চয়নিকা চৌধুরী। এটি তার দ্বিতীয় সিনেমা। মাহফুজ বুবলীকে নিয়ে এই নির্মাতা চমক নিয়ে আসছেন বলেই জানিয়েছেন। ইতোমধ্যে ছবিটি সেন্সরে প্রশংসা নিয়ে ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি নিয়ে চয়নিকা বলেন, ’প্রহেলিকা আমাদের কতটা কষ্টের ফল তা সিনেমা হলে দেখার পরই বুঝতে পারবেন।’ আগের সিনেমার চেয়ে নানা দিক থেকেই এটা উতরে যাওয়ার চেষ্টা ছিল তার। তার কথায় এমনটিই ধারণা পাওয়া গেল। নির্মাতার ভাষ্য,আমাদের পুরো জীবনটাই রহস্যে ঘেরা, সম্পর্কও রহস্যে ঘেরা। আর প্রহেলিকা মানেই রহস্য, ধাঁধা। সত্যি বলতে চোখে যা দেখা যায়, আসলে তা দেখা নয়। অর্পা ও মনার প্রেম কাহিনীই একটি প্রহেলিকা। ’
এবারের ঈদে বড় পর্দায় অভিষেক হচ্ছে নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। সুড়ঙ্গ নামের ছবিটি ওই ছবিটি নির্মাণ করেছেন রাইহান রাফি। ঈদের সিনেমার অন্যতম আলোচিত ছবি এটি। রাফির কথায়, ‘সুড়ঙ্গ একটি সময়ের গল্প। বাহির ও গহিনের মানুষকে চেনানোর কাহিনি; যা বিনোদনের পাশাপাশি ঘটনাবহুল জীবন নিয়ে দর্শককে ভাবিয়ে তুলবে বলেই বিশ্বাস করি।’
ঈদের একেবারে শেষ সময়ে এসে মুক্তির মিছিলে দাঁড়িয়েছে ’ক্যাসিনো’ সিনেমা। এর নির্মাতা হচ্ছেন সৈকত নাসির। নির্মাতা হিসেবে আগেই তার কাজ সম্পর্কে জেনেছেন দর্শক। এবার তিনি ঈদের ছবির প্রতিযোগিতায় নামছেন ক্যাসিনোর অন্ধকার জগতের গল্প নিয়ে। যে গল্পে তার সঙ্গী হচ্ছেন বুবলী ও নিরব। সৈকত নাসির তার ক্যাসিনো প্রসঙ্গে বলেন, ‘সিনেমাটি বানিয়েছি দর্শকের কথা চিন্তা করে। কেননা দর্শক আমার নির্মাণ সম্পর্কে জানে। তাই হলে দর্শক আসে। ঈদে তারা সিনেমাটি দেখলে দ্বিতীয়বার দেখার জন্য হলে আসবেন বলে আমার বিশ্বাস।’
অপু বিশ্বাসের ’লালশাড়ি’ মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়। এমন শিরোনামের লালশাড়ির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এই ছবিটির নির্মাতা বন্ধন বিশ্বাস। ২০২১-২২ অর্থবছরে বরাদ্দকৃত সরকারি অনুদানের ‘লাল শাড়ি’র গল্প সাজানো হয়েছে মফস্সলের একটি তাঁতপল্লিকে ঘিরে। নির্মাতা জানান, এখন ‘লাল শাড়ি’ সিনেমাটি আবহমান বাংলার তাতশিল্প নিয়ে সিনেমা। যে তাত শিল্প এখন হারিয়ে যাওয়ার পথে। আমরা যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি। উৎসবকেন্দ্রিক ছবি এটি। আমার বিশ্বাস সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।