বলিউড তারকা শাহরুখ খান থেকে অমিতাভ বচ্চন—অনেকেই তাঁদের টুইটার অ্যাকাউন্টের ভেরিফায়েড ‘ব্লু টিক’ হারিয়েছেন। বৃহস্পতিবার থেকে তাঁদের অ্যাকাউন্টে আর ব্লু টিক দেখা যাচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কর্তৃপক্ষ ব্লু টিকধারী ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে এ চিহ্ন মুছে দিতে শুরু করেছে। নতুন এই নিয়ম অনুযায়ী, শুধু যাঁরা এ চিহ্নের জন্য টুইটারকে অর্থ দেবেন, তাঁদের অ্যাকাউন্টে ব্লু টিক দেখা যাবে।
এমন খবরে ‘চটেছেন’ বলিউড তারকা কবীর সিং, তথা শহীদ কাপুর। রীতিমতো হুংকার, কবীর সিংয়ের। তেড়ে গেলেন সেই কবীর সিং! দেখে নেওয়ার হুমকি দিলেন টুইটারের মালিক ও সিইও ইলন মাস্ককে।
ছবিটি চর্চিত। অনেকেই প্রথম দেখায় চিনতে পারবেন। বাইকে চেপে প্রীতিকে বাঁচানোর সেই ছবি কারোর অজানা নয়।
ভাইরাল সেই ছবি নিয়েই মিম বানিয়েছেন অনেকে। ছবির সঙ্গে লেখা, শহীদ ইলন মাস্ককে ধ্বংস করতে যাচ্ছেন, এই বার্তা নিয়ে যে ওটা তাঁর ব্লু টিক। এই মিম শেয়ার করেছেন শহীদ নিজেই। হাসির ছলে তিনিও লিখলেন, ‘আমার ব্লু টিককে কে ধরেছে, ইলন তুই ওখানেই দাঁড়া! আমি আসছি।’ বলেই হেসে ফেললেন অভিনেতা (হাসির ইমো)।
গত বছরের নভেম্বরে টুইটার ব্যবহারকারীদের জন্য নতুন এ নিয়মের কথা জানান কোম্পানিটির মালিক ও সিইও ইলন মাস্ক। ওয়েব ভার্সনের জন্য ব্লু টিকধারীদের মাসে ৮ ডলার, আর অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের প্রতি মাসে ১১ ডলার দিতে হবে। সেই সূত্রে বৃহস্পতিবার থেকেই টুইটারে লন্ডভন্ড, এদিন থেকে নিয়ম কার্যকর করেছে টুইটার কর্তৃপক্ষ।
এর পরপরই ভারতীয় অনেক তারকার টুইটার অ্যাকাউন্ট থেকে ব্লু টিক গায়েব হয়ে গেছে। এ তালিকায় আছেন অভিনেতা শাহরুখ খান, অমিতাভ বচ্চন, আলিয়া ভাট। তারকাদের টুইটার তা-ও আবার ব্লু টিক ছাড়া? সামাজিক যোগাযোগমাধ্যমে মিমের ছড়াছড়ি।
ইলন মাস্ক সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মালিকানা কিনে নিয়েছেন। এরপর প্রতিষ্ঠানটির নেতৃত্বের দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি।
নেতৃত্ব নেওয়ার পরই অর্থের বিনিময়ে ‘ব্লু টিক’ সেবা চালু করেছেন মাস্ক। মূলত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ক্রীড়া, বিনোদন, সাংবাদিকতা, করপোরেট প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ টুইটার ব্যবহারকারীদের অ্যাকাউন্ট শনাক্ত করতে ব্লু টিকের ব্যবস্থাটি চালু করেছিল টুইটার। এত দিন টুইটারে এ ব্লু টিক পাওয়া যেত বিনা মূল্যে।