ইরানের প্রেসিডেন্টকে সফরের আমন্ত্রণ জানিয়েছে সৌদি, জানাল তেহরান

0
113
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে সৌদি আরবে আমন্ত্রণ

আনুষ্ঠানিক সফরের জন্য ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে সৌদি আরবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে তেহরান।

মধ্যপ্রাচ্যের দেশ দুটি নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে সৌদি আরবের পক্ষ থেকে ইরানের প্রেসিডেন্টকে সফরের আমন্ত্রণ জানানো হলো বলে আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরবের বাদশাহ সালমান এক চিঠিতে ইরানের প্রেসিডেন্টকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তবে সৌদি আরবের পক্ষ থেকে বিষয়টি এখনও নিশ্চত করা হয়নি।

জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা মোহাম্মদ জামশিদি এক টুইটে ইরানি প্রেসিডেন্টকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানানোর বিষয়টি উল্লেখ করে লিখেছেন, ইরানের প্রেসিডেন্ট রাইসি এই আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন।

এ ছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান সাংবাদিকদের বলেছেন, দুই দেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি বৈঠক করতে সম্মত হয়েছে এবং এই বৈঠকের জন্য তিনটি সম্ভাব্য স্থানের নাম প্রস্তাব করা হয়েছে।

তবে তিনি এই তিন স্থানের নাম উল্লেখ করেননি বা কবে এই বৈঠক হতে পারে সে বিষয়েও কোনো ধারণা দেননি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.