ইরানের সীমান্তবর্তী প্রদেশ সিস্তান-বেলুচিস্তানে অবস্থিত দেশটি নিরাপত্তা বাহিনী ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সদর দপ্তর দখলের চেষ্টায় হামলা চালিয়েছে জাইশ আল-আদল (আর্মি অব জাস্টিস)। এ সময় সংঘটিত সংঘর্ষে উভয়পক্ষের ২৭ জন সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তানের চাবাহার এবং রাস্ক শহরে এ হামলার ঘটনা ঘটে বলে প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ১১ জন ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বাকি ১৬ জন সদস্য জাইশ আল-আদলের।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি বিপ্লবী গার্ডের সদর দপ্তরের ঢুকে বিভিন্ন নিরাপত্তা ও সামরিক কম্পাউন্ডে একযোগে হামলা চালায় জাইশ আল-আদলের বন্দুকধারীরা। এ সময় তাদের পরনে আত্মঘাতী পোশাকও ছিল। আইআরজিসি ও হামলাকারীদের মধ্যে কয়েক ঘণ্টা ধরে ওই লড়াই চলে এ সময়।
ইরানের রাষ্ট্রীয় টিভিতে দেওয়া বিবৃতিতে দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মাজিদ মিরাহমাদি বলেছেন, ‘সন্ত্রাসীদের চাবাহার এবং রাস্কে গার্ডস সদর দপ্তর দখলের লক্ষ্যে করা হামলা ব্যর্থ হয়েছে।’
জইশ আল-আদল একটি চরমপন্থি সুন্নি মুসলিম গোষ্ঠী। দক্ষিণ-পূর্ব ইরান ও পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ থেকে নিজেদের কার্যক্রম পরিচালনা করে এরা।