ওয়েস্ট পাপুয়া পুলিশের মুখপাত্র অ্যাডাম এরউয়িনি মেট্রোটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বিভিন্ন শহরে তরুণদের মধ্যে সংঘর্ষের ঘটনা স্বাভাবিক। তবে সংঘর্ষকে কেন্দ্র করে এত প্রাণহানির ঘটনা এবারই প্রথম।
অ্যাডাম আরও বলেন, এ অগ্নিসংযোগের ঘটনায় এখনো তদন্ত চলছে।
ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের মুখপাত্র দেদি প্রাসেতিয়ো আলাদা করে জানিয়েছেন, আজ সংঘর্ষে জড়ানো প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলো পার্শ্ববর্তী দ্বীপ মালুকো থেকে এসেছিল।