ইউক্রেনে রাশিয়ার বিমান হামলায় নিহত বেড়ে ১৩

0
176
ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলছে। শুক্রবার সকালের ছবি/ বিবিসি।

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশু ও নারীসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, উমানের একটি ফ্ল্যাটে হামলায় এক শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। আরও কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে, ডিনিপ্রো শহরে এক নারী ও তার তিন বছরের মেয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় মেয়র। খবর- বিবিসি’র।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এসব হামলা প্রমাণ করছে যে, রাশিয়ার বিরুদ্ধে আরও জোরাল আন্তর্জাতিক পদক্ষেপ নিতে হবে।

মধ্য ইউক্রেনের ক্রেমেনচাক ও পোলতাভা শহরেও রুশ বিমান হামলা হয়েছে।

রাজধানী কিয়েভের প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, ৫১ দিন পর রাজধানী শহরে বোমা হামলা চালাল রাশিয়া। তবে রাজধানীতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, ইউক্রেন ২৩টির মধ্যে ২১টি মিসাইল এবং দুটি ড্রোন হামলা ঠেকাতে পেরেছে বলে টেলিগ্রাম পোস্টে জানায় ইউক্রেনের সামরিক বাহিনী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.