ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে ২ লাখ শিশু নিখোঁজ: জেলেনস্কি

0
162

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে প্রায় ২ লাখ শিশু নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘আমরা জানি না, কোথায় আছে এই দুই লাখ শিশু।’

বৃহস্পতিবার বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় সফরে গিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর সিএনএনের

জেলেনস্কি বলেন, ‘নিখোঁজদের মধ্যে অনেকে নির্বাসিত, কেউ কেউ রুশ দখলকৃত অঞ্চলে রয়েছে। আমরা জানি না তাদের কে কে বেঁচে আছে।’

ইউক্রেনে হামলা শুরুর পর অনেক শিশুকে জোরপূর্বক এবং বেআইনিভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে মস্কোর বিরুদ্ধে।

কথিত জোরপূর্বক নির্বাসনের দায়ে গত মার্চ মাসে প্রেসিডেন্ট পুতিন এবং তার শিশু অধিকার কমিশনার মারিয়া লভোভা বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।

অভিযোগ রয়েছে, অনেক শিশুকে রাশিয়ার পরিবারের কাছে দত্তক দেওয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.