ওয়ানডের মতো টি-২০ ফরম্যাটে ভালো দল নয় বাংলাদেশ। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ, পরের বছরের টি-২০ ফরম্যাটের এশিয়া কাপে ভালো করেনি টাইগাররা। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ ভালো হয়নি। টি-২০ বিশ্বকাপে প্রাপ্তি ছিল কেবল ভালোর আশা দেওয়া।
ওই বাংলাদেশ দল ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-২০ জিতে বছর শুরু করলো। তিন ফরম্যাটে বাংলাদেশ দলে জায়গা পাকা করার পথে থাকা নাজমুল শান্তর মতে, ইংল্যান্ডের বিপক্ষে এই জয় তাদের আত্মবিশ্বাস দেবে। এই জয়টা টি-২০ ফরম্যাটে বাংলাদেশের জন্য গেম চেঞ্জার হতে পারে।
বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে বড় জয়ের পর শান্ত বলেছেন, ‘তারা বিশ্বের সেরা দল। তাদের বিপক্ষে এই জয় আমাদের আত্মবিশ্বাস দেবে। ওয়ানডের মতো আস্তে আস্তে আমরা টি-২০ দলও প্রস্তুত করছি। দ্বিতীয় ম্যাচে আমাদের নতুন করে শুরু করতে হবে। তবে প্রথম জয়টা হতে পারে গেম চেঞ্জার। এখান থেকে আমাদের সিরিজ জেতা উচিত।’
ইংল্যান্ড সিরিজের আগে টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল খেলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। নাজমুল শান্ত ছিলেন বিপিএলের সর্বোচ্চ রান করা ক্রিকেটার। ওই আত্মবিশ্বাসে ওয়ানডে ফরম্যাটে দুটি ফিফটি পেয়েছেন তিনি। টি-২০ ফরম্যাটেও খেলেছেন ফিফটির ইনিংস। বিপিএলে স্ট্রাইক রেট কিছুটা কম থাকলেও ইংলিশদের বিপক্ষে চওড়া ছিল তার ব্যাট।
ব্যাটিং পরিকল্পনা নিয়ে শান্ত বলেছেন, ‘কোন পরিকল্পনা ড্রেসিংরুম থেকে দেওয়া হয়নি। কেবল ওপেনিং জুটির মোমেন্টাম নেওয়ার চেষ্টা করেছি। বল অনুযায়ী খেলার চেষ্টা করেছি। রানের মধ্যে থাকায় আমার আত্মবিশ্বাসও ভালো ছিল। এই সিরিজে ব্যাটারদের স্বাধীনতা দেওয়া হয়েছে। তার প্রভাব দ্রুত পাওয়া যাবে না। তার জন্য সময় দরকার।