আড়াই কোটি টাকা বিনিয়োগ: দেশি স্টার্টআপের ধারণা চেয়েছে রবি

0
213
ডিজিটাল উদ্যোক্তা প্ল্যাটফর্ম আর-ভেঞ্চারসের লোগো

রবির তথ্যমতে, জমা দেওয়া ধারণাগুলো থেকে প্রাথমিকভাবে প্রায় ৫০টি স্টার্টআপ নির্বাচন করা হবে। নির্বাচিত স্টার্টআপগুলোকে রবির শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও অন্যান্য বিনিয়োগকারীদের সামনে নিজেদের প্রস্তাবগুলোর কার্যকারিতা তুলে ধরতে হবে। সেরা ১৫ থেকে ২০টি স্টার্টআপ পাবে বিনিয়োগ।

উল্লেখ্য, রবির আর-ভেঞ্চারস নামের ডিজিটাল উদ্যোক্তা প্ল্যাটফর্মটি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদিত অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড প্ল্যাটফর্ম, যা আর-ভেঞ্চারস প্রাইভেট ইক্যুইটি ফান্ড হিসেবে গঠন করা হয়েছে। প্ল্যাটফর্মটির সহযোগী হিসেবে রয়েছে এসবিকে টেক ভেঞ্চারস।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.