আলোচনার জন্য আরও আট দলকে ইসির চিঠি

0
136
ইসি

আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে আরও আট রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার এ দলগুলোকে চিঠি পাঠানো হয়। বিএনপির পাশাপাশি এ দলগুলো গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত ইসির আনুষ্ঠানিক সংলাপে অংশ নেয়নি।

এরআগে, গত সপ্তাহে নির্বাচন নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিঠি দেয় ইসি। দলটি ইসির ডাকে সাড়া দেবে না বলে সংবাদ সম্মেলন করে জানায়। এরপর আজ আগের সংলাপ অংশ না নেওয়া আট দলকে চিঠি পাঠানো হলো। নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আমন্ত্রণ পাওয়া দলগুলো হলো– বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.