আলীর ফাইফার, শামীমের ব্যাটে লড়াকু পুঁজি চিটাগং কিংসের

0
43
চিটাগং কিংস

চলমান বিপিএলের প্রথম সেমিফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে চিটাগং কিংস। এই ম্যাচে আগে ব্যাট করে বর্তমান চ্যাম্পিয়নদের ১৫০ রানের লক্ষ্য দিয়েছে বন্দরনগরীর দলটি। চিটাগংয়ের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন শামীম পাটোয়ারী।

সোমবার (৩ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে প্রথম বলেই বাউন্ডারি মেরে শুরু করেছিলেন খাজা নাফি। কিন্তু পরের বলেই বোল্ড আউট হন এই পাকিস্তানি ব্যাটার। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি গ্রাহাম ক্লার্কও।

৬ বলে ৬ রান করে ফেরেন তিনি। এরপর মিথুন আলী (১) এবং হায়দার আলী ৭ রান করে আউট হলে দলীয় ৩৪ রানে ৪ উইকেট হারায় চিটাগং। কিন্তু ছয়ে ব্যাট করতে নামা শামীম পাটোয়ারীকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ওপেনার ইমন।

দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ১৩ ওভারে ১০০ রানের কোটা পার করে চিটাগং। কিন্তু ফিফটি তুলতে পারেননি ইমন। ৩৬ বলে ৩৬ রান করে ক্যাচ আউট হন তিনি। তবে অপর প্রান্ত আগলে রেখে ২৯ বলে ফিফটি তুলে নেন শামীম।

দলের পুঁজি বড় করার লক্ষ্যে শেষ দিকে আরও দায়িত্ব নিয়ে ব্যাট করেন শামীম। ৮ বলে ১ রান করে বোল্ড আউট খালেদ আহমেদ আউট হলে ১৯তম ওভারের তৃতীয় বলে এবাদতের হাতে ক্যাচ তুলে দেন শামীমও। পঞ্চম বলে আরাফাত এবং শেষ আলিস ইসলামে আউট করে ফাইফার তুলে নেন আলী। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানের লড়াকু পুঁজি পায় চিটাগং।

বরিশালের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ আলী। এ ছাড়াও কাইল মায়ার্স দুটি, এবাদত হোসেন ও রিশাদ হোসেন একটি করে উইকেট শিকার করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.