‘আমি জীবিত আছি’ বললেন ধানমন্ডিতে হেনস্তার শিকার সেই ব্যক্তি

0
52
আবদুল কুদ্দুস মাখন
‘আমাকে যারা গতকাল লাঞ্ছিত করেছে আল্লাহ সবার সঠিক বিচার করবেন। আর আমি জীবিত আছি, ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’
 
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে গিয়ে দুর্বৃত্তদের হাতে হেনস্তার শিকার হওয়া আবদুল কুদ্দুস মাখন এসব কথা জানান। এর আগে গুজব রটে, হেনস্তার শিকার শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা এলাকার আবদুল কুদ্দুস মাখন হার্ট অ্যাটাকে মারা গেছেন। খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা বিভ্রান্তির সৃষ্টি হয়।
 
বিষয়টি জানতে আবদুল কুদ্দুস মাখনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘১৫ আগস্ট প্রতিবছরের মতো এবারও আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২-এ তার বাসভবনে যাই। বৃহস্পতিবার সকালে ধানমন্ডি ৩২-এ গেলে আমার ওপর তারা হামলা করে এবং অনেক মারধর করে।’
 
তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমরা বঙ্গবন্ধুকে ভালোবেসে ২০০৭ সালে বঙ্গবন্ধু যুব পরিষদ নামে একটি সংগঠন করেছিলাম। আমি ওই সংগঠনের একজন প্রতিষ্ঠাতা ছিলাম। আমাকে যারা গতকাল লাঞ্ছিত করেছে আল্লাহ সবার সঠিক বিচার করবেন। আর আমি জীবিত আছি, ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.