আমদানি-রফতানিকারকদের আর্থিক ক্ষতি কমিয়ে আনার আহ্বান এফবিসিসিআইর

0
46
এফবিসিসিআইর সভাপতি মাহবুবুল আলম
দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে আমদানি-রফতানিকারকদের আর্থিক ক্ষতি কমিয়ে আনতে পোর্ট এবং শিপিং ড্যামারেজ চার্জ মওকুফের আহ্বান জানিয়েছে শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।

বুধবার (২৪ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন এফবিসিসিআইর সভাপতি মাহবুবুল আলম।

আমদানি-রফতানিকারকদের আর্থিক ক্ষতি কমিয়ে আনতে পোর্ট এবং শিপিং ড্যামারেজ চার্জ মওকুফের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি। পাশাপাশি বন্দরের ক্লিয়ারিং কার্যক্রম স্বাভাবিক হওয়ার পরবর্তী ১৫ দিন পর্যন্ত এইসব চার্জ আরোপ না করারও আহ্বান জানান তিনি।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারা দেশে তাণ্ডব শুরু হলে শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে রোববার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। যদিও প্রতিদিন কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়।
 
এদিকে বুধবার (২৪ জুলাই) কারফিউ শিথিল আর নির্দিষ্ট সময়ের জন্য অফিস খোলায় রাজধানী আবার আগের পরিবেশে ফিরে পেতে শুরু  করেছে। অফিস খোলার পাশাপাশি যান চলাচল অনেকটা স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রকাশ করেন ঢাকাবাসী। সপ্তাহের শেষ কর্মদিবসে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চালু থাকবে সরকারি ও বেসরকারি অফিস। অন্যদিকে, কারফিউও শিথিল থাকবে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.