৩০ আগস্ট রাজস্থানের যোধপুরে তাঁর জন্ম। তবে ছোটবেলা কেটেছে ভারতের বিভিন্ন শহরে। বাবা ছিলেন সেনা কর্মকর্তা, বদলির চাকরি হওয়ার সুবাদে ভারতের নানা প্রান্তে সময় কেটেছে চিত্রাঙ্গদার
গার্হস্থ্য অর্থনীতিতে পড়াশোনা শেষ করেন। মডেলিং দিয়ে নজর কাড়ার পর তাঁকে দেখা যায় সিনেমায়
তারার তারায় পর্দা নামল ল্যাকমের
২০০৫ সালে সুধীর মিশ্রর ‘হাজারো খোয়াশি অ্যায়সি’ দিয়ে অভিষেক, প্রথম ছবিতেই জিতে নেন বলিউড মুভি অ্যাওয়ার্ডে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার
গলফার জ্যোতি রানধাওয়াকে বিয়ে করেন ২০০১ সালে। ২০১৩ সালে তাঁরা আলাদা হয়ে যান, আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় ২০১৫ সালে
প্রথম ছবির পরই অভিনয় থেকে তিন বছরের বিরতি নেন। ফেরেন ‘সরি ভাই’ দিয়ে। তবে ২০০৮ সালে ছবিটি যে সপ্তাহে মুক্তি পায়, সে সপ্তাহেই মুম্বাইতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ছবিটি বক্স অফিসে ভরাডুবি হয়
২০২১ সালে সর্বশেষ ‘বব বিশ্বাস’ ছবিতে অভিষেক বচ্চনের বিপরীতে দেখা যায় তাঁকে, গত বছর ‘মর্ডান লাভ মুম্বাই’ দিয়ে হয় ওটিটিতে অভিষেক
চিত্রাঙ্গদা সিংকে এবার দেখা যাবে ‘গ্যাসলাইট’ ছবিতে। মার্ডার-মিস্ট্রি ঘরানার ছবিটিতে তাঁর সঙ্গে আছেন সারা আলী খান ও বিক্রান্ত ম্যাসি। ৩১ মার্চ সরাসরি ওটিটিতে মুক্তি পাবে ছবিটি
অভিনয় কম করা প্রসঙ্গে ছবিটি মুক্তির আগে ইন্ডিয়া টুডেকে চিত্রাঙ্গদা বলেন, ‘বারবার একই ধরনের চরিত্রে প্রস্তাব পাই, তাই বেশি সিনেমা করি না। ঘুরেফিরে আমাকে গ্ল্যামারার্স আর আবেদনময়ী চরিত্রের জন্য ভাবা হয়। এ ধরনের চরিত্র করতে করতে আমি ক্লান্ত’।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, একই নিয়মে সবসময় চলা যায় না। দেশকে বদলাতে চাইলে পরিচালনার পদ্ধতি পাল্টাতে হবে। এক্ষেত্রে তরুণরা বড় ভূমিকা রাখতে...
বঙ্গোপসাগর, ২৭ লাখ বর্গকিলোমিটারের বিশাল এই সমুদ্রপথের সুবিধা পাচ্ছে এই অঞ্চলের সাতটি দেশ যথাক্রমে বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। শিল্প ও বাণিজ্যে...
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তামন্ত্রী বরাভুত সিল্পা-আর্চা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত মন্ত্রী জিরাপর্ণ সিন্ধুপ্রাই।
বৃহস্পতিবার...