বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার হান্নান সরকার নতুন দায়িত্বে যোগ দিলেন। বিসিবির নির্বাচক পদ থেকে সরে দাঁড়ানোর পর এবার কোচিং ক্যারিয়ার শুরু করেছেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) জনপ্রিয় ক্লাব আবাহনী লিমিটেডের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন এই সাবেক ক্রিকেটার।
শুক্রবার (৭ জানুয়ারি) হান্নান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ডিপিএল দিয়ে আবাহনীর হয়ে আনুষ্ঠানিকভাবে কোচিং যাত্রা শুরু করবেন তিনি। সহকারী কোচ হিসেবে তার সঙ্গে থাকবেন তারেক আজিজ খান।
এর আগে, বিসিবিতে বয়সভিত্তিক দল ও জাতীয় দলে মোট ৮ বছর ৮ মাস নির্বাচকের দায়িত্ব পালন করেছেন হান্নান। তবে ভবিষ্যতে কোচিংয়ে মনোনিবেশ করতে চাকরি থেকে অব্যাহতি নেন তিনি। বিসিবির পদ ছাড়ার সময় তিনি বলেছিলেন, টআমি আমার ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি। কোচিংয়ে গেলে শুধু আমি নয়, বাংলাদেশ ক্রিকেটও উপকৃত হবে।’
বিসিবির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন হান্নান। তিনি জানান, ‘গত তিন মাস ধরে এ নিয়ে বিসিবির সঙ্গে কথা হচ্ছিল। এটি কোনো হুট করে নেওয়া সিদ্ধান্ত নয়। সামনে ডিপিএল আছে, বিসিএল আছে, এইচপি ক্যাম্প হতে পারে বা এসসিএল, এখনই কোচিং ক্যারিয়ার শুরুর উপযুক্ত সময় মনে হয়েছে।’