আবার কলকাতার সিনেমায় মিম, নায়ক কে

0
238
বিদ্যা সিনহা মিম ও অভিনেতা জিত

শুটিংয়ে অংশ নিতে গতকাল মঙ্গলবার সকালে কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিদ্যা সিনহা। যাওয়ার আগে প্রথম আলোকে বলেন, ‘বেশ কিছুদিন ধরেই ছবিটিতে কাজের কথা হচ্ছিল। ছবিটির ব্যাপারে আমাকে ফোন করেছিলেন জিতের ভাই গোপাল মাদনানি। তিনি সিনেমাটির আরেক প্রযোজক। পরে পরিচালক সঞ্জয় দাদা ফোন করে গল্প শোনান। ছবিটির গল্প, চরিত্র পছন্দ হয়। পরিচালক আমাকে আশ্বস্ত করেছেন, ভালো কিছু হবে। তা ছাড়া এই পরিচালকের সঙ্গে আগে কাজের অভিজ্ঞতাও আমার আছে।’

বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম

মানুষ সিনেমায় নিজের চরিত্র নিয়ে মিম আরও বলেন, ‘ছবিতে আমার চরিত্রের নাম মন্দিরা। একজন পুলিশ অফিসার। আগে পরাণ-এর অনন্যা, দামাল-এর হোসনা চরিত্রের যেমন ভিন্নতা আছে, ঠিক একইভাবে এখানে মন্দিরা চরিত্রে ভিন্নতা পাবেন দর্শকেরা।’

‘সুলতান: দ্য সেভিয়ার’ ছবিতে জিৎ ও মিম

‘সুলতান: দ্য সেভিয়ার’ ছবিতে জিৎ ও মিম

জিতের সঙ্গে আবার কাজ প্রসঙ্গে মিম বলেন, ‘একসঙ্গে কম কাজ হলেও দীর্ঘদিন থেকে জিৎ দাদার সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে। আমি যেমন তাঁর ভালো কাজের প্রশংসা করি, জিৎ দাদাও বাংলাদেশে আমার কাজের খোঁজখবর রাখেন। পরাণ ছবির ট্রেলার দেখে আমাকে ফোন দিয়েছিলেন। ছবিটি দেখার আগ্রহও প্রকাশ করেছেন তিনি। তা ছাড়া জন্মদিনসহ বিশেষ দিনগুলোতেও আমাদের দুজনের শুভেচ্ছাবার্তা বিনিময় হয়।’

মানুষ-এ মিমকে নেওয়ার ব্যাপারে পরিচালক সঞ্জয় সমদ্দার বলেন, চরিত্রটির জন্য একজন লম্বা মেয়ের দরকার ছিল। মিমকে ভালো মানাবে। চরিত্রটিতে মিমকে নেওয়ার ব্যাপারে জিৎ সম্মতি দিয়েছেন। চরিত্রটির জন্য মিমকে তাঁর পছন্দ হয়েছে।

‘সুলতান দ্য সেভিয়ার’ ছবির গান মুক্তি অনুষ্ঠানে জিৎ ও মীম

‘সুলতান দ্য সেভিয়ার’ ছবির গান মুক্তি অনুষ্ঠানে জিৎ ও মীম

মিম জানান, শুটিংয়ের আগে দুদিন ধরে মন্দিরা চরিত্র নিয়ে অনুশীলন ও লুক সেটের কাজ করেছেন তিনি। প্রথম ধাপে কলকাতার বিভিন্ন লোকেশনে আট দিন হবে ছবিটির শুটিং। জিৎ, মিম ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করছেন সুস্মিতা চ্যাটার্জি, জিতু কমল প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.