আবারও রোনালদোর জোড়া গোল, সহজ জয় আল নাসরের

0
22
ক্রিশ্চিয়ানো রোনালদো
সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা দুই ম্যাচে জোড়া গোল করে দলকে জয় এনে দিয়েছেন এই তারকা ফুটবলার। সবশেষ পর্তুগিজ তারকার অসাধারণ নৈপুণ্যে ডামাকের বিপক্ষে ২-০ গোলে জিতেছে আল নাসর। এর আগে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল ঘারাফার বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি।
 
শুক্রবার (২৯ নভেম্বর) সৌদি প্রো-লিগের ম্যাচে কিংস সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে ডামাকের বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসর। এই ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল করেন রোনালদো।
 
ডি-বক্সের ভেতর আব্দেলকাদের বেদ্রানের ফাউল করলে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি স্বাগতিক দলের পর্তুগিজ তারকা। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।
 
দ্বিতীয়ার্ধে মাঠে গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে ডামাক। কিন্তু ৫৬তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ডামাক। আল নাসরের দ্বিতীয় গোলটি আসে ৭৯তম মিনিটে। সতীর্থের পাসে কাছ থেকে শটে গোলটি করেন রোনালদো।
 
জোড়া গোল করে ম্যাচের সেরা পারফর্মার নির্বাচিত হন রোনালদো। এ নিয়ে টানা ৩ ম্যাচে ম্যাচসেরা হলেন তিনি। ৩৯ বছর বয়সী তারকার গোল হলো ৯১৫টি। এই বছরে ৫০ ম্যাচে তার গোল এখন ৪২টি।
 
১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগে তৃতীয় স্থানে আছে আল নাসর। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইতিহাদ ও ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল হিলাল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.