আফগানিস্তানকে হারিয়ে পরের ম্যাচগুলোয় আরও ভালো করার প্রত্যয় সাকিবের

0
195
উইকেট পাওয়ার পর সতীর্থদের অভিনন্দনে ভাসছেন। সাকিব ছবি: এএফপি

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল আফগানিস্তান। কিন্তু বাংলাদেশের বোলাররা দ্রুতই রাশ টেনে ধরতে পেরেছেন। শেষ পর্যন্ত আফগানিস্তানকে গুটিয়ে দিয়েছেন মাত্র ১৫৬ রানে। এই রান তাড়া করতে নেমে ৯২ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।

দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরুর পর বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান পরের ম্যাচগুলোয় আরও ভালো করার প্রত্যয়ের কথা বলেছেন। একই সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে জয়ে দলের পারফরম্যান্সে খুশি হওয়ার কথাও বলেছেন তিনি।

বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ছবি: এএফপি

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেছেন, ‘যেভাবে এ ম্যাচটা আমরা খেলেছি, আমি খুব খুশি।’ টস হেরে ব্যাট করতে নামা আফগানিস্তান বিনা উইকেটে তুলে ফেলেছিল ৪৭ রান। সেখান থেকে তাদের ১৫৬ রানে আটকে দিতে পারা নিয়ে বাংলাদেশ অধিনায়কের কথা, ‘আমাদের বিশ্বাস ছিল, উইকেট নিতে পারলে ঘুরে দাঁড়াতে পারব। কয়েকজন খেলোয়াড়ের জন্য এটা সহজ ছিল না। কিন্তু যেভাবে আমরা ব্যাটিং ও বোলিং করেছি, আমি খুশি।’

এ ধরনের বড় আর লম্বা টুর্নামেন্টে ভালো করতে হলে অনুশীলন খুব ভালোভাবে করতে হয়। এ ছাড়া কন্ডিশনের সঙ্গেও খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার বিষয় থাকে। এসব নিয়ে সাকিব বলেছেন, ‘এখানে আমরা অনুশীলন করে যাচ্ছি। জিততে চাইলে (কঠিন আউটফিল্ডের) সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। আমাদের তিন-চারজন ফাস্ট বোলার আছে। তারা যেকোনো ম্যাচেই পার্থক্য গড়ে দিতে পারে। এটা লম্বা একটা টুর্নামেন্ট। আমি আশা করছি, তারা পরের ম্যাচগুলোয় আরও ভালো বোলিং করবে।’

বল হাতে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন সাকিব। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ের কৃতিত্ব মিরাজকেই দিলেন বাংলাদেশ অধিনায়ক, ‘মেহেদী (মিরাজ) ভালো খেলছে। ড্রেসিংরুমে আরেকজন আছে শান্ত (নাজমুল হোসেন)। তারা সব সময়ই দলের জন্য ভালো খেলতে উন্মুখ থাকে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.