বগুড়ার আদমদীঘিতে একটি পুকুর পাড়ে মাটি খুঁড়তে গিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬টি ককটেল ও ৩টি গ্রেনেড পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার রামপুর গ্রামের মছোর নামের পুকুর পাড় থেকে এসব পাওয়া যায়। রাত সাড়ে ৮টায় পুলিশ ওইসব বোমা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রামপুরা গ্রামের ইনছের আলী জানান, শনিবার বিকেল থেকে ৫-৬ শিশু ওই পুকুর পাড়ে খেলা করছিল। সন্ধ্যায় ইউসুফ (৮) নামের এক শিশু ধান কাটা কাঁচি দিয়ে পুকুর পাড়ে মাটি খোঁড়ার সময় বোমা দেখতে পায়। একে একে ৯টি বোমা পায় তারা। পরে গ্রামবাসী দেখতে পেয়ে বোমাগুলো একটি বালতির পানিতে ডুবিয়ে রেখে পুলিশে খবর দেন।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, এসব বোমা পরিত্যক্ত বলে ধারণা করা হচ্ছে।