জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। হয়েছেন ম্যাচ সেরা। আফগানিস্তানের বিপক্ষেও তার ব্যাটে রান এসেছিল। কিন্তু দলকে জেতানোর মতো ছিল না। জিম্বাবুয়ের বিপক্ষে জয়ে দলের আত্মবিশ্বাস বেড়েছে বলে মনে করেন তিনি। মাহমুদুল্লাহ এই আত্মবিশ্বাস নিয়ে আফগানিস্তানের বিপক্ষে দলকে সেরা শটটা দিতে হবে বলে জানান।
ত্রিদেশীয় টি-২০ সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে দুই জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে হেরেছে এক ম্যাচে। এবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা জিততে মুখিয়ে আছে বাংলাদেশ। মাহমুদুল্লাহ বলেন, ‘আমাদের চোখ এখন সামনের ম্যাচে। তারা আমাদের চেয়ে র্যাংকিংয়ে অনেক এগিয়ে আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাদের বিপক্ষে আমাদের সেরা শটটা খেলতে হবে। জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া আত্মবিশ্বাসটা আমাদের সামনে ম্যাচে নিয়ে যেতে হবে।’
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটা জেতা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে উল্লেখ করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান, ‘দলের সবাই জেতার জন্য খুবই উন্মুখ ছিল। টিম ম্যানেজমেন্ট, কোচ-সাকিব সবাই খুব করে এই জয়টা চাচ্ছিল। সম্প্রতি আমাদের সময়টা ভালো যাচ্ছে না। শ্রীলংকায় হার, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হার। সব মিলিয়ে আমরা জয়ে ফিরতে চাচ্ছিলাম।’
মাহমুদুল্লাহ জিম্বাবুয়ের বিপক্ষে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলার চেষ্টা করেন। ক্রিজে এসেই বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা তোলেন তিনি। মাহমুদুল্লাহ এ নিয়ে বলেন, ‘প্রথম থেকেই আমি কাউন্টার অ্যাটাক করে খেলতে চেয়েছিলাম। আমি এমনিতে খুব বেশি রিভার্স সুইপ খেলি না। কিন্তু এ ম্যাচে খেলার চেষ্টা করেছি। যদিও তেমন ব্যাটে বল পাচ্ছিলাম না। উইকেট ভালো ছিল। আমি ও মুশফিক ভাবছিলাম ১৯০ থেকে ২০০ রান হবে। কিন্তু শেষ পর্যন্ত আমরা কিছু রা কম করেছি।’