নোয়াখালী শহরের বার্লিংটন মোড় এলাকার দোতলা বাড়িতে মা ও মেয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার আলতাফ হোসেন পুলিশ ও আদালতের কাছে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে তিনি যেসব কথা বলেছেন, সেটা মানতে নারাজ নিহত নুর নাহার বেগমের স্বামী ফজলে আজিম। তাঁর দাবি, আলতাফের বক্তব্য সঠিক নয়। তিনি এ ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।
আজ বৃহস্পতিবার সকালে বার্লিংটন মোড়ে গিয়ে দেখা যায়, বাড়িটিতে তালা ঝুলছে। বাইরের কেউ যাতে বাড়ির ভেতরে প্রবেশ করতে না পারেন, সে জন্য পুলিশের পক্ষ থেকে তালা ঝুলিয়ে রাখতে বলা হয়েছে। আজ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানান ফজলে আজিম।
বাড়ির সামনে ও আশপাশে কৌতূহলী মানুষ ভিড় করছেন। নিহত ফাতেমা আজিমের অনেক সহপাঠী ও তাদের মায়েরা এসেছেন পরিবারটির খোঁজ নিতে। ফাতেমার এক সহপাঠীর মা শাহনাজ আক্তার বলেন, ফাতেমা তাঁর মেয়ের সঙ্গে পড়ত। মেয়েটি এভাবে নৃশংসতার শিকার হবে, তা ভাবতে পারছেন না তিনি।
নোয়াখালীতে সকালে বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা
বাড়ির সামনে কথা হয় ফজলে আজিমের সঙ্গে। তিনি বলেন, গতকাল বুধবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের সংবাদ সম্মেলনে তিনি এবং তাঁর ছেলে কথা বলতে চাইলেও পুলিশ তাঁদের কথা বলতে দেয়নি। আটকের পর আলতাফ হোসেন বাড়িতে আরও দুই ব্যক্তিকে দেখার কথা বলেছেন। ওই দুই ব্যক্তি কারা, সেটি বের করা দরকার। তা ছাড়া ঘটনার আগের দিন এক লোক বাসা ভাড়া নিতে এসেছিলেন। বাড়ির অপর ভাড়াটিয়ার মুঠোফোনে তাঁর সঙ্গে কথা বলেছেন ফজলে আজিম। তাঁর বিষয়েও খোঁজ নেওয়া দরকার বলে মনে করেন তিনি।
আজ সকালে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আলতাফ হোসেন আটক হওয়ার পর প্রথমে দীর্ঘ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেননি। তিনি একটা মনগড়া কাহিনি তৈরি করেছেন। এখন আমাদের কাছে ও আদালতের কাছে দেওয়া জবানবন্দিতে সেই কাহিনি বলছেন। তাঁর জবানবন্দির কতটুকু সত্য, সেটা আমরা পরবর্তী সময়ে তদন্তে বের করে আনার চেষ্টা করব। নতুন কিছু থাকলে তা–ও বের হয়ে আসবে।’
এক প্রশ্নের জবাবে ওসি আনোয়ারুল ইসলাম বলেন, মামলা হয়েছে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে। যেহেতু মামলা আলতাফ হোসেনের বিরুদ্ধে হয়নি, সে ক্ষেত্রে তদন্তে নতুন কিছু বেরিয়ে আসার সুযোগ তো আছে। তবে তদন্তে কোনো অংশই বাদ যাবে না। সবকিছুই আমলে নেওয়া হবে।
নোয়াখালীতে মা ও মেয়েকে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তি তরুণের
গতকাল সকালে বার্লিংটন মোড় এলাকায় বাড়িতে ফজলে আজিমের স্ত্রী নুর নাহার বেগম (৪০) ও তাঁর এসএসসি পরীক্ষার্থী মেয়ে ফাতেমা আজিমকে (১৭) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর মধ্যে ঘটনাস্থলে মারা যান নুর নাহার। ফাতেমাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল রাতে জানাজা শেষে নুর নাহার বেগম ও ফাতেমা আজিমের লাশ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।