ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ফার্মগেট এলাকায় অবস্থিত ডেইলি স্টার ভবনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে এই আগুন দেওয়া হয়। এ ঘটনায় ডেইলি স্টার ভবনে আটকা পড়েছেন অনেক সংবাদকর্মী। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী।
ডেইলি স্টার ভবনে আটকা পড়া ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলাম তার ফেসবুকে লিখেছেন, আমি আর শ্বাস নিতে পারছি না। চারদিকে খুব বেশি ধোঁয়া। আমি ভেতরে আটকে আছি। তোমরা আমাকে মেরে ফেলছ।
ডেইল স্টারের সাংবাদিক রাকিবুল হক ও রাকসান্দা রহমান জানান, আগুন দেওয়ার পর অনেকেই আটকা পড়েছেন। সবাই ছাদে গিয়ে উঠেছেন।


















