গত দেড় দশকে বাংলাদেশ উন্নয়নের এক অভাবনীয় যাত্রার সাক্ষী হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী বছর বাংলাদেশ দেড় ট্রিলিয়ন (দেড় লাখ কোটি ডলার) অর্থনীতির মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বলে আমি আশা করি।
তিনি বলেন, বর্তমানে জিডিপির (মোট দেশজ উৎপাদন) আকারে বাংলাদেশ বিশ্বে ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ। ধারাবাহিকভাবে এই প্রবৃদ্ধি অব্যাহত থাকলে ২০৩০ সালে জাতিসংঘ ঘোষিত এসডিজি (টেকসই উন্নয়নের লক্ষ্য) অর্জনের সময়ের মধ্যে বাংলাদেশকে ২৮তম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব বলে আশা রাখি।
আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ ও এডিবির ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুম হলে আয়োজিত এই অনুষ্ঠানে এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া উপস্থিত ছিলেন।
২০৩৬ সালের মধ্যে বাংলাদেশ ২৪তম বৃহত্তম অর্থনীতির দেশ হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এ সময় এডিবির উদার সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।