আগামী নির্বাচনে মানুষের ভোটের আকাঙ্ক্ষা পূর্ণ হবে: আইন উপদেষ্টা

0
152

১৮ বছর ধরে মানুষ ভোট দিতে পারে নায়, আগামী নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সেই ভোট দানের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে আইন মন্ত্রনালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুথানের পরবর্তীতে মানুষের প্রত্যাশা অনেক বেশি ছিল জানিয়ে তিনি বলেন, অনেক প্রত্যাশা পূরণ করতে না পারলেও অনেক উল্লেখযোগ্য কাজ হয়েছে। মানবতাবিরোধী অপরাধের আইনের ধারাগুলো অনেক সংস্কার করে যুগোউপযোগী এবং আন্তর্জাতিক মানের করে তৈরি করা হয়েছে। যা যুগান্তকারী হিসেবে অভিহিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এছাড়া ফৌজদারি আইন সংশোধন করে গ্রেফতার ও রিমান্ড প্রক্রিয়ার ধারাগুলো সংশোধন করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীন করার জন্য ও বিচার বিভাগের দুর্নীতি রোধ করতে নতুন নীতিমালা তৈরী করা হয়েছে। রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যার জন্য ১৬ হাজারেররও বেশী হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.