আগামী জুনে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন: রেলমন্ত্রী

0
200

আগামী বছরের জুনে ঢাকা-কক্সবাজার রেলপথে ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার কমলাপুর স্টেশনে রেলসেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। এসময় সুবর্ণ এক্সপ্রেসের যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে চকলেট বিতরণ করেন মন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, রেল অবহেলিত ছিল। রেলের কর্মীরাও ছিলেন হতাশাগ্রস্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে রেলকে অগ্রাধিকার দিয়েছেন।

তিনি আরও বলেন, ঢাকা-টঙ্গী রুটে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মিত হচ্ছে। যমুনায় পৃথক বঙ্গবন্ধু রেলসেতু নির্মিত হচ্ছে। আগামী বছরের জুনে খুলনা-মংলা রেললাইনও চালু হবে। দেশের সব জেলা রেল নেটওয়ার্কে আসবে। ট্রেন হবে বিদ্যুৎচালিত।

রেলের মহাপরিচালক ধীরেন্দ্রনাথা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা দেন রেলসচিব ড. হুমায়ুন কবীরসহ উর্দ কর্মকর্তা ও শ্রমিক নেতারা।

প্রসঙ্গত, ১৮৬২ সালের ১৫ নভেম্বর কুষ্টিয়ার জাগতি-দর্শনা রেলপথে ট্রেন চলাচলের মাধ্যমে এই অঞ্চলে রেলের কার্যক্রম শুরু হয়। বছর তিনেক ধরে ১৫ নভেম্বরকে রেল দিবস হিসেবে পালন করা হচ্ছে। এ বছরের রেলসেবা সপ্তাহের প্রতিপাদ্য, ‘টিকিট যার, ভ্রমণ তার।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.