আগরতলায় সহকারী হাইকমিশনার হিসেবে যোগ দিলেন হাসান আল বাশার

0
14
হাসান আল বাশার

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সরকারের সহকারী হাইকমিশনার হিসেবে যোগদান করেছেন হাসান আল বাশার আবুল উলায়ী। বুধবার (১০ সেপ্টেম্বর) সহকারী হাইকমিশনের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

হাসান আল বাশার আবুল উলায়ী কানাডার রাজধানী অটোয়াতে বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিদায়ী সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ এর স্থলাভিষিক্ত হলেন হাসান আল বাশার আবুল উলায়ী।

হাসান আল বাশার আবুল উলায়ী কানাডা থেকে আকাশপথে ভারতের নয়াদিল্লিতে আসেন। পরে দিল্লি থেকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ত্রিপুরা রাজ্যের আগরতলা বিমানবন্দরে পৌঁছলে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের কর্মকর্তাগণ তাকে ফুলেল অভ্যর্থনা জানান।

হাসান আল বাশার আবুল উলায়ী বুধবার সন্ধ্যায় ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে পৌঁছলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি এস এম আলমাস হোসেন (স্থানীয়), মিশনের ফাস্ট সেক্রেটারি শরীফ আহমেদ, সহকারী হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা চঞ্চল দে’সহ মিশনের কর্মকর্তাবৃন্দ।

অপরদিকে বিদায়ী সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ ঢাকায় বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরেছেন। তিনি ২০২২ সালের জানুয়ারি থেকে চলতি বছরের আগষ্ট মাস পর্যন্ত ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে সহকারী হাইকমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে, জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশ দূতাবাসে তিনি প্রথম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিদায়ী সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ গত ৮সেপ্টেম্বর রাজ্য ত্যাগ করেছেন বলে আগরতলা সহকারী হাইকমিশন সূত্রে জানা গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.