আক্রান্ত হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না বেলারুশ: লুকাশেঙ্কো

0
191
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডানে) ও বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কো

আগামী কয়েক দিনের মধ্যেই বেলারুশে মিত্র রাশিয়া কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে বলে জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কো। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বেল্টার খবরে এ তথ্য জানানো হয়।

আজ  লুকাশেঙ্কো বলেন, মিনস্ক অস্ত্র রাখতে প্রস্তুত। কয়েক দিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, অস্ত্রগুলো ৭-৮ জুলাইয়ের মধ্যে মোতায়েন করা হবে।

বার্তা সংস্থা বেল্টা লুকাশেঙ্কোকে উদ্ধৃত করে জানায়, ‘সব প্রস্তুত আছে। আমি মনে করি, আমরা যা চেয়েছি, তা কয়েক দিনের মধ্যে পাব; বরং একটু বেশি।’

লুকাশেঙ্কো সতর্ক করে বলেছেন, ‘সম্ভাব্য আক্রমণকারীকে জবাব দিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারে দ্বিধা করব না।’ আমাদের কেন এগুলো দরকার—এমন প্রশ্ন রেখে তিনি নিজেই জবাব দেন। বলেন, ‘কোনো বিদেশি সেনা যাতে বেলারুশের মাটিতে আবারও পা রাখার সাহস করতে না পারে, সে জন্যই এই পদক্ষেপ।’

লুকাশেঙ্কো বলেন, ‘আমাকে অস্ত্রগুলো যাতে ব্যবহার করার সিদ্ধান্ত নিতে হয়, সৃষ্টিকর্তা এমনটা না করুন। তবে আমাদের বিরুদ্ধে আগ্রাসন চালালে কোনো দ্বিধা থাকবে না।’

সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রথম মস্কো পারমাণবিক ওয়ারহেড দেশের বাইরে স্থানান্তর করল।

রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধে গত মার্চে ইউক্রেনে ডিপ্লিটেড ইউরেনিয়ামসমৃদ্ধ গোলাবারুদ পাঠানোর ঘোষণা দেয় যুক্তরাজ্য। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন পুতিন। এর পরপরই তিনি বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন।

লুকাশেঙ্কো বলেন, ‘মিনস্ক দূরপাল্লার কৌশলগত অস্ত্র রাখার স্থাপনা নির্মাণের কাজও করে যাচ্ছে। তবে এটার এখনই প্রয়োজন নেই। কারণ, রাশিয়া এখনো এ ধরনের অস্ত্র সরবরাহের বিষয়ে কিছু বলেনি।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.