আকস্মিক বন্যায় দুর্গতিতে কয়েক লাখ মানুষ

0
46
আকস্মিক বন্যার কবলে ৮ জেলা

আকস্মিক বন্যার কবলে ৮ জেলায় দুর্গত কয়েক লাখ মানুষ। বিপৎসীমার উপরে বইছে ১০টি নদ নদীর পানি। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া আর পরশুরাম উপজেলা।

পানিবন্দি দিন কাটাচ্ছে দুই লক্ষাধিক মানুষ। নোয়াখালীর ৯ উপজেলায় জলমগ্ন। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হাওড়া নদীর বাঁধ ভেঙে ত্রিপুরা থেকে রাতারাতি পানি ঢুকেছে লোকালয়ে।

এছাড়া লক্ষ্মীপুর, কুমিল্লা ও মৌলভীবাজার আক্রান্ত। সাথে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ক্ষয়ক্ষতি বাড়ছে। বিরামহীন বর্ষণ আর ভারত থেকে নেমে আসা ঢলে এ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অনেক জায়গায় ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।

পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। উপদ্রুত এলাকায় বিদ্যুৎহীন রাত কেটেছে মানুষের। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.