বরগুনায় শিক্ষার্থীদের কাছ থেকে অ্যাসাইনমেন্টের নামে অর্থ আদায়ের অভিযোগের তদন্ত শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বরগুনার জেলা শিক্ষা কর্মকর্তাকে অভিযোগটি তদন্ত করতে বলেছে মাউশি। শিক্ষার্থীদের কাছ থেকে স্কুল কর্তৃপক্ষ বিধিবহির্ভূতভাবে অর্থ আদায় করে থাকলে তা দ্রুত ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে অধিদপ্তর। গতকাল বুধবার (৬ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে জেলা শিক্ষা কর্মকর্তাকে অভিযোগটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বরগুনার আমতলির কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে অ্যাসাইনমেন্টের নামে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। এ অভিযোগের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে অভিযোগটি তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। দুই কর্মদিবসের মধ্যে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে জেলা শিক্ষা কর্মকর্তাকে। বিধিবহির্ভূতভাবে টাকা আদায় করা হলে তা দ্রুত ফেরত দেওয়ার ব্যবস্থা করতে জেলা শিক্ষা কর্মকর্তাকে বলেছে শিক্ষা অধিদপ্তর।