অস্ত্র হাতে ভিডিও ভাইরাল হওয়া কাদের মির্জার সহযোগী ‘পিচ্চি মাসুদ’ গ্রেপ্তার

0
23
কোম্পানীগঞ্জ থানা–পুলিশের হাতে গ্রেপ্তার আনোয়ার হোসেন ওরফে পিচ্চি মাসুদ (পড়নে কালো টি–শার্ট) ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ২০২১ সালে অস্ত্র হাতে গুলি করার ভিডিও ভাইরাল হওয়া আনোয়ার হোসেন ওরফে পিচ্চি মাসুদকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোর চারটার দিকে উপজেলার মুসাপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানার পুলিশ।

পুলিশ জানায়, আনোয়ার হোসেনের বিরুদ্ধে একটি হত্যা, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধের মোট ২২টি মামলা রয়েছে। তিনি বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও কোম্পানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এ ছাড়া তিনি পলাতক কাদের মির্জার ‘হেলমেট বাহিনীর’ অন্যতম সদস্য। তাঁর বাড়ি মুসাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তবারক আলী ভূঞা বাড়ি এলাকায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সোমবার দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতে তাঁর বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

কাদের মির্জার সঙ্গে আনোয়ার হোসেন ওরফে পিচ্চি মাসুদ (বা থেকে প্রথম)
কাদের মির্জার সঙ্গে আনোয়ার হোসেন ওরফে পিচ্চি মাসুদ (বা থেকে প্রথম), ফাইল ছবি: সংগৃহীত

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোম্পানীগঞ্জে কাদের মির্জার হেলমেট বাহিনীর অন্যতম সদস্য আনোয়ার হোসেন। তিনি প্রকাশ্যে কোমরে পিস্তল নিয়ে চলাফেরা করতেন। কাদের মির্জার প্রশ্রয়ে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। ২০২১ সালে দলীয় প্রতিপক্ষের সঙ্গে কাদের মির্জার বিরোধ চলাকালে অস্ত্র হাতে আনোয়ার হোসেনের গুলি ছোড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.