অস্ট্রেলিয়ায় বিয়ের বাস উল্টে ১০ জন নিহত

0
115
রোববার মধ্যরাতের কিছু সময় আগে পুলিশের কাছে খবর আসে, গ্রেটা শহরের কাছের জংশনে একটি বাস উল্টে আছে

অস্ট্রেলিয়ার ওয়াইন অঞ্চল হান্টারে একটি বাস দুর্ঘটনায় ১০ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। আজ সোমবার স্থানীয় পুলিশ এসব তথ্য জানিয়েছে।

গতকাল মধ্যরাতের কিছু সময় আগে পুলিশের কাছে খবর আসে, গ্রেটা শহরের কাছের জংশনে একটি বাস উল্টে আছে।

প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বলছে, এ ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। আহত ১১ জনকে হেলিকপ্টারে করে এবং সড়কপথে হাসপাতালে নেওয়া হয়েছে। আর ১৮ জন যাত্রী অক্ষত আছেন।

হতাহতের এ সংখ্যায় পরিবর্তন আসতে পারে বলে আভাস দিয়েছে পুলিশ।
৫৮ বছর বয়সী বাসচালককে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য পুলিশি পাহারায় হাসপাতালে নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞ ফরেনসিক পুলিশ এবং একটি দুর্ঘটনা-সংক্রান্ত তদন্ত দল দুর্ঘটনাস্থল পরীক্ষা করছে।

হান্টার অঞ্চলটি আঙুরের বাগান, ক্যাঙারু এবং গুল্মভূমির জন্য বিখ্যাত। এগুলোর কারণে অঞ্চলটি পর্যটকদের কাছেও জনপ্রিয়।

স্থানীয় মেয়র বলেছেন, একটি বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান থেকে বাসটি ফিরছিল বলে ধারণা করা হচ্ছে। পার্শ্ববর্তী একটি ওয়াইন উৎপাদনের এলাকায় ওই বিয়ের অনুষ্ঠানটি ছিল।

পার্শ্ববর্তী এলাকা চেসনকের মেয়র জয় সুভাল এবিসিকে বলেন, ‘আমরা আরও বিস্তারিত তথ্য হাতে পাওয়ার অপেক্ষায় আছি। বাসটি বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া করা হয়েছিল বলে মনে করা হচ্ছে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.