কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আসিফ মহিউদ্দীন বলেন, গ্রেপ্তার আল মাসুম নারীদের ছবি ও তথ্য ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খোলেন। সেই আইডি থেকে ওই নারীর পরিচিতজনদের কাছে অনুরোধ পাঠান। মাসুম মেসেঞ্জারে ছবি সম্পাদনা করে বিভিন্ন অশ্লীল ছবি পাঠিয়ে ভুক্তভোগী নারী ও তাঁদের স্বজনদের সঙ্গে প্রতারণা করে আসছেন। তাঁদের কাছ থেকে টাকাও আদায় করেছেন। এ পর্যন্ত অন্তত অর্ধশত নারীর ছবি ব্যবহার করে ভুয়া আইডি খোলার কথা স্বীকার করেছেন তিনি। এই ঘটনায় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আসিফ মহিউদ্দীন আরও বলেন, চট্টগ্রাম ও ঢাকায় পুলিশের কাছে ভুক্তভোগী নারীরা মাসুমের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের ইপিজেড এলাকায় একটি কারখানায় কাজ করেন মাসুম। তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন।