এ যেন স্বপ্নের অভিষেক! রিয়াল মাদ্রিদের হয়ে প্রথমবার মাঠে নেমেই অভিষেকটা স্মরণীয় করে রাখলেন ইংলিশ ফুটবলার বেলিংহ্যাম। তাতে জয় দিয়ে নতুন মৌসুম শুরু হলো লা লিগার সফলতম দল রিয়াল মাদ্রিদের। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে রদ্রিগো-বেলিংহামের গোলে ২-০তে জিতে মৌসুম শুরু করে কার্লো আনচেলত্তির দল।
বিলবাওয়ের মাঠে এদিন শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে রিয়াল। ফলে গোলের জন্য অপেক্ষাও দীর্ঘ হয়নি। রদ্রিগোর গোলে ম্যাচের ২৮ মিনিটেই লিড পায় রিয়াল। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করেন ভিনিসিয়াস জুনিয়র। তবে ভিনি গোলবঞ্চিত হলেও কর্নার পায় রিয়াল।
ডেভিড আলাবার নেওয়া কর্নার কিক থেকে বল পান ডি বক্সে থাকা বেলিংহাম। সেখান থেকে দুর্দান্ত শটে বুলেটগতিতে বল জালে জড়ান বেলিংহাম। এতে রিয়াল মাদ্রিদের জার্সিতে লিগ অভিষেকেই গোল পেলেন ১৯ বছর বয়সী বেলিংহাম।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক শুরু করে বিলবাও। ৫০ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন দলটির ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিলিতাও। তার জায়গায় মাঠে নামেন আন্তোনিও রুডিগার। ৭৪ মিনিটে ওইহান সানসেটের বুলেট গতির শট ঠেকিয়ে দেন আলবা। তিন মিনিট পর দারুণ স্লাইডে বিলবাওয়ের আরেকটি আক্রমণ রুখে দেন অহেলিয়া চুয়ামেনি। বদলি নামার পর গোলের সুযোগ পেয়েছিলেন মডরিচ। ৮৩ মিনিটে তার শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন বিলবাও গোলরক্ষক। শেষ পর্যন্ত রদ্রিগো আর জুড বেলিংহামের গোলে জয় নিয়ে মৌসুম শুরু করে রিয়াল।