অভিনেত্রী স্বরাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

0
157
অভিনেত্রী স্বরা ভাস্কর।

এক ইউটিউবারসহ দুইজনের বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ করেছেন ভারতীয় অভিনেত্রী স্বরা ভাস্কর।

দিল্লির বসন্তকুঞ্জ থানায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় ওই দুই ব্যক্তির নামে তিনি মামলা করেছেন বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

অভিনেত্রী স্বরা ভাস্কর।

অভিযুক্ত একজন ইউটিবার এবং অন্যজন টুইটার ব্যবহারকারী। স্বরার অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দুই ব্যক্তি নানা বার্তা ছড়িয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করছেন।

অভিনেত্রী স্বরা ভাস্কর।

এই ঘটনার পরে ক্ষুব্ধ হয়ে স্বরা টুইটে লেখেন, ‘আমি একা নই। আমার মতো নেটমাধ্যমে অনেকেই এ ধরনের হেনস্থার শিকার হন। যে সব মহিলা স্পষ্টবাদী, তাঁদের এ ভাবেই খেসারত দিতে হয়। কিন্তু এটা একদমই ঠিক নয়।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.