ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের প্রয়াণে শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে তিনি লেখেন, ‘অবিস্মরণীয় নেত্রীর প্রয়াণে ভারত শোকাহত।
মঙ্গলবার রাতে নয়াদিল্লির এইএমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুষমা স্বরাজ। সুষমাকে স্মরণ করে মোদি টুইট করেন, ‘ভারতীয় রাজনীতির একটি গৌরবময় অধ্যায়ের সমাপ্তি। ভারত দুঃখিত এক অবস্মরণীয় নেত্রীর প্রয়াণে, যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন মানুষের কাজে এবং গরীব মানুষের জনজীবনকে আরও উন্নত করতে। সুষমা স্বরাজজী এমন এক মানুষ ছিলেন, যিনি কোটি কোটি মানুষের কাছে ছিলেন অনুপ্রেরণা’। খবর এনডিটিভির
মোদি আরও লেখেন, ‘সুষমা স্বরাজ ছিলেন একজন সুবক্তা এবং অসাধারণ সাংসদ। তিনি দলের মধ্যে অত্যন্ত প্রশংসা এবং সম্মান পেয়েছেন। যখনই আদর্শ এবং বিজেপির স্বার্থের প্রসঙ্গ আসত, তিনি আপোষ করতেন না, দলের সুনাম বৃদ্ধিতে তার অনেক অবদান রয়েছে’।
মঙ্গলবার রাতে নয়াদিল্লির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এই বিজেপি নেত্রীর বয়স হয়েছিল ৬৭। প্রথম মোদি সরকারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন সুষমা।