দেশের প্রেক্ষাগৃহে প্রিয়তমা মুক্তির পঞ্চম সপ্তাহ চলছে। এখনো কোনো কোনো হলে হাউসফুল হচ্ছে বলে শোনা যাচ্ছে। ছবিটি দেশের সিনেমা হলে দেখা হয়নি চিত্রনায়ক শাকিব খানের। কেননা, মুক্তির তিন দিনের মাথায় যুক্তরাষ্ট্রে উড়াল দেন তিনি।
শাকিব খানের ঘনিষ্ঠসূত্রে তখন জানা গিয়েছিল, দেশের কোনো সিনেমা হলে ছবিটি দেখার সুযোগ হয়ে উঠেনি তাঁর। যুক্তরাষ্ট্রের কোনো একটি প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ দেখার পরিকল্পনা করেছেন তিনি। অবশেষে যুক্তরাষ্ট্রে মুক্তির চতুর্থ সপ্তাহে নিউইয়র্কের জামাইকা মাল্টিপ্লেক্সে দর্শকের সঙ্গে বসে ছবিটি উপভোগ করলেন শাকিব খান।
‘প্রিয়তমা’ দেখতে সেদিন শাকিব খানের সঙ্গে ছিলেন অভিনয়শিল্পী টনি ডায়েস, প্রিয়া ডায়েস, বন্যা মির্জা, তমালিকা কর্মকার, কাজী মারুফ, মোনালিসা, নওশীন, হিল্লোল, সংগীতশিল্পী রিজিয়া পারভীনসহ বিনোদন অঙ্গনের আরও অনেকে।
জানা যায়, জামাইকা মাল্টিপ্লেক্সে গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার শো দেখতে যান শাকিব খান, সঙ্গে ছিলেন ‘প্রিয়তমা’ ছবির পরিচালক হিমেল আশরাফ। পরিচালক দাবি করেন, চার সপ্তাহ ধরে এখানে চলছে ছবিটি। গতকালের শোও হাউসফুল ছিল। তিনি বলেন, ‘বাংলাদেশি ছবির এমন দর্শক আগ্রহ সত্যিই ভীষণ আনন্দের ও গৌরবের। সিনেমা হলে শাকিব ভাইয়ের যাওয়াটা একদম হুট করে সিদ্ধান্ত। তাঁকে এখানকার হলে পাওয়াটা দর্শকের জন্য ছিল বাড়তি পাওনা। সবাই পুরো ছবিটা মনোযোগ দিয়ে উপভোগ করেছেন। কখনো ইমোশনাল হয়েছেন, হেসেছেন, কেঁদেছেন। পাল্লা দিয়ে বলিউড ও হলিউডের ছবির সঙ্গে চলছে আমাদের ছবিও। এ অনুভূতি আসলে প্রকাশ করার মতো নয়।’
হিমেল আশরাফ বলেন, ‘কোনো দর্শক দ্বিতীয়বার আবার কেউ কেউ তৃতীয়বারও “প্রিয়তমা” দেখছেন। বিদেশের মাটিতে অনেক ব্যস্ততা সত্ত্বেও সময় বের করে পরিবার, বন্ধুবান্ধব নিয়ে ছবিটি দেখছেন, নিজেদের ভালো লাগা একে অন্যের সঙ্গে ভাগাভাগি করছেন—এসব শুনতেই তো মনটা ভরে যায়।’
জামাইকা মাল্টিপ্লেক্সে ছবি দেখা শেষে একটি ভিডিও ক্লিপ শেয়ার করে ফেসবুকে ‘প্রিয়তমা’ নিয়ে নিজের অভিজ্ঞতা লিখেছেন পরিচালক হিমেল আশরাফ। এই লেখায় শাকিব খানের কাছে কৃতজ্ঞতা পোষণ করেছেন তিনি।
হিমেল বলেন, ‘২০১৭ সালে “প্রিয়তমা” বানানোর ঘোষণার পর জীবনের প্রয়োজনে আমাকে আমেরিকা চলে আসতে হয়। তার পর থেকে আজ পর্যন্ত আমাকে মিডিয়াতে ছোট করে হলেও বাঁচিয়ে রেখেছিলেন শাকিব খান। আমি বাংলাদেশে ছিলাম না, এরপরও তাঁর প্রায় প্রতিটা সিনেমার অনুষ্ঠানে তিনি আমার কথা বলতেন, আমার নাম বলতেন। আজ “প্রিয়তমা” দেখা শেষে তাঁর ভেজা চোখে চোখ পরতেই আমাকে দেখে হেসে, আমার কাধে হাত রেখে কিছু না বলেও যেন কত কিছু বললেন। আর আমি তাঁর বিজয়ের হাসি দেখে মনে মনে বারবার বলছিলাম, ভাইয়া থ্যাংক ইউ…। শাকিব খানের ব্যস্ত শিডিউলে হয়তো তাঁর সঙ্গে আমার অনেক কাজ হবে না, কিন্তু একজন নির্মাতা হিমেল আশরাফ আজীবন শাকিব খানের কাছে ঋণী হয়ে থাকবে।’
জানা গেছে, যুক্তরাষ্ট্রের যাবতীয় কাজ শেষে ১০ আগস্ট সকালে ঢাকায় ফেরার কথা শাকিব খানের।