অবশেষে জুটি হলো তাঁদের

0
294
ইমন ও দীঘি

মামনুন ইমন

মামনুন ইমন

দীঘির কাছে মিউজিক্যাল ফিল্মটি নতুন অভিজ্ঞতা, ‘আগে মিউজিক ভিডিওতে কাজ করেছি। এ রকম বিয়ের হলুদের অনুষ্ঠানের সেট ফেলে, সাজিয়ে আগে কাজ করিনি। সিনেমার আদলেই শুটিং হয়েছে। বিশ্রাম না নিয়ে টানা ২২ ঘণ্টা শুটিং করেছি। তা ছাড়া ইমন ভাইয়ের সঙ্গেও  প্রথম এ ধরনের কাজ করলাম। হলুদবাড়ির আনন্দের মতো শুটিংয়েও বেশ মজা করেছি।’

‘হলদি মিক্সড’ পরিচালনা করেছেন সোহেল রাজ। তিনি জানান, মিউজিক্যাল ফিল্মটিতে হলুদের অনুষ্ঠানে মেয়ে ও ছেলেপক্ষের পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ, খুনসুটি ও হইচই ফুটে উঠেছে।

দীঘি

দীঘি
ছবি: সংগৃহীত

গানটি প্রসঙ্গে সোহেল রাজ আরও বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলের ৯টি প্রচলিত বিয়ের হলুদের গানের ম্যাশআপ এটি। গানটির মধ্য দিয়ে পুরান ঢাকার একটি বিয়েবাড়ির দুই পরিবারের সদস্যদের চরিত্রগুলো তুলে এনেছি। সেখানে দুই পরিবারের সদস্যরা পাল্টাপাল্টি গানে অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে হইচই, খুনসুটি, আনন্দ, মজা দেখানো হয়েছে।’

পরিচালক জানান, মিউজিক্যাল ফিল্মটিতে র‌্যাপের একটা অংশ আছে। এতে কণ্ঠ দিয়েছেন অপু মাহফুজ। র‌্যাপের অংশটিতে অভিনয় করেছেন চাষী আলম।

‘হলদি মিক্সড’ ম্যাশআপের গানে কণ্ঠ দিয়েছেন সায়েরা রেজা। গানগুলোর মূল সুর ঠিক রেখে যৌথভাবে সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত ও শাওন। ম্যাশআপের ক্রিয়েটিভ ভাবনায় ছিলেন অপু মাহফুজ। নৃত্য কোরিওগ্রাফি করেছে ইগল ড্যান্স দল।

আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.