অবকাঠামো উন্নয়নে বাফুফেকে ২.৫ মিলিয়ন ডলার দিচ্ছে এএফসি

0
31
বাফুফে

দেশের ফুটবলের স্বার্থে প্রবাসী খেলোয়াড়দের দলে নিতে উঠে পড়ে লেগেছে বাফুফে। সবশেষ হামজার অন্তর্ভুক্তির পর র‍্যাঙ্কিংয়ের সুফল পাওয়ায় বাফুফেকে প্রশংসায় ভাসাচ্ছেন বিদেশি ফেডারেশনের কর্মকর্তারা। এবার অবকাঠামো উন্নয়নে আরও একটি সুখবর পেলো বাংলাদেশ ফুটবল।

এএফসি বাজেটে ৬৩ শতাংশ বৃদ্ধি করায় স্টেডিয়াম উন্নয়ন প্রকল্পে ২.৫ মিলিয়ন ডলার পাচ্ছে বাফুফে। যা ব্যয় করবে মাঠ ও স্টেডিয়াম উন্নয়নে। শনিবার (১২ এপ্রিল) মালয়েশিয়ার কুয়ালামাপুরে এএফসি ৩৫তম কংগ্রেসের মধ্য দিয়ে বাংলাদেশ ফুটবলের জন্য নতুন এক দুয়ার উন্মোচন হয়েছে।

এর আগে এএফসি থেকে প্রতিবছর ৫ লাখ ডলার অনুদান পেতো বাফুফে। এবার সেই বাজেট ৬৩ শতাংশ বৃদ্ধি করেছে এএফসি। স্টেডিয়াম ও মাঠ উন্নয়নের জন্য এবার আলাদা করে ২.৫ মিলিয়ন ডলার পাবে দেশের ফুটবল ফেডারেশন।

বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন হ্যাপি বলেন, আমাদের খেলাধুলার ইনভেস্টমেন্ট (এএফসি) বৃদ্ধি করেছে। এছাড়াও, এএফসি থেকে প্রতিবছর ৫ লাখ ডলার পাই। সেটা আমাদের একই আছে। পাশাপাশি আমাদের স্টেডিয়ামগুলো উন্নয়নের জন্য ২.৫ মিলিয়ন ডলার আমাদের দিচ্ছে।

গত বছরের ডিসেম্বরের কক্সবাজারে বাফুফে ট্রেনিং সেন্টার স্থাপনের কাজ শুরু করার কথা ছিল ফেডারেশনের। তবে ফিফার দেওয়া সে অর্থ খরচ না করতেই আবারও স্টেডিয়াম উন্নয়নের জন্য আরও বরাদ্দ মিলল এএফসি থেকে। পরবর্তী কার্যনির্বাহী সভায় এ বিষয়ে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে।

বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ফিফার একটা প্রজেক্টের সঙ্গে আরেকটা প্রজেক্ট সমন্বয় করা সম্ভব না। এটা ফিফা থেকেই সিদ্ধান্ত হয়েছে। ফলে আমরা জমিটা হাতে পাওয়ার পরই কাজ শুরু করব। সে জন্য আমরা প্রতিনিয়ত কক্সবাজারের ডিসির সঙ্গে যোগাযোগ রাখছি।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.