অন্তর্বর্তী সরকারের কাছে ৮৩ প্রস্তাব এলডিপির

0
29
এলডিপি

অন্তর্বর্তী সরকারের কাছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণাসহ ৮৩টি প্রস্তাব দিয়েছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)। শনিবার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এই প্রস্তাব দেন দলটির সভাপতি (অব.) অলি আহমেদ।

বৈঠক শেষে অলি আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার এখনও বিপদমুক্ত নয়। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা অত্যন্ত প্রয়োজন। আওয়ামী লীগের সহযোগীদের কারাগারে পাঠাতে হবে। প্রশাসনে বদলি নয় চিহ্নিত দুর্নীতিবাজদেরকে আটক করে বিচারের মুখোমুখি করতে হবে। দেশে এখনও চাঁদাবাজি বন্ধ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সকল পর্যায়ের নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণার দাবি জানিয়েছি। সংস্কারের পর যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। নির্বাচনের জন্য বেশী সময় নিলে অন্তর্বর্তী সরকার দেশ চালাতে পারবে না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.