পুলিশের ২০ কর্মকতাকে অতিরিক্তি উপ-মহাপরিদর্শক (অতিরক্তি ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, এই ২০ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদফতরে ন্যস্ত করা হলো। পরে আরেক বিজ্ঞপ্তিতে তাদের পদায়নের স্থান জানানো হয়।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন- অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার তানভীর হায়দার চৌধুরী, উপ-পুলিশ কমিশনার এস এম ফজলুর রহমান, সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. কামরুল আহসান, পুলিশ সুপার এস এম আইনুল বারী, উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান খান, পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, পুলিশ সুপার মো. গোলাম রউফ খান, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, সহকারী পুলিশ মহাপরিদর্শক শামীমা বেগম।
আরও যারা পদোন্নতি পেয়েছেন তারা হলেন- উপ-পুলিশ কমিশনার সালমা বেগম, উপ-পুলিশ কমিশনার মিরাজ উদ্দিন আহম্মেদ, পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ, পুলিশ সুপারশাহ মিজান শাফিউর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ, পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার এস এম মোস্তাক আহমেদ খান ও পুলিশ সুপার জিহাদুল কবির।
তালিকা জানতে এখানে ক্লিক করুন 13150001-5d5953e2bd287.pdf